Homeএখন খবরপেঁয়াজ ১০০, কাল চোখের জলেই গৃহিনীরা বুথ মুখি

পেঁয়াজ ১০০, কাল চোখের জলেই গৃহিনীরা বুথ মুখি

নিজস্ব সংবাদদাতা: ভোটের আগের দিনই গোলবাজার, গেট বাজার, নিউ সেটেলমেন্ট বাজারে পেঁয়াজ ১০০টাকা প্রতি কেজি। একটু ছোট আর মোড়া খোসার পেঁয়াজ নিলে ৯৫, খোসা একটু ছেড়ে গেলে ৯০টাকা। না, এর বেশি নামা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন বিক্রেতারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভোটের বাজারে ব্যবসায়ীদের ঘাড় মুড়ে চাঁদা উঠেছে দেদার আর ভোটের আগের দিন থেকেই তার শোধ তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বলছেন ব্যবসায়ীরা নিজেই। গোলবাজারের পেঁয়াজ গদিওয়ালারা যত কেঁদেছেন চাঁদা দিতে গিয়ে তত কাঁদিয়ে ছাড়বেন মনে হচ্ছে ক্রেতাদের। এমনিতেই নাসিকে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চাহিদার চেয়ে জোগান কম। তার ওপর রাস্তা জুড়ে ছোট বড় হরেক রকম তুষ্টি করন আর গোদের ওপর বিষ ফোঁড়া হয়েছে খড়গপুর শহরের উপনির্বাচন। আর এই উপনির্বাচনে ক্ষমতার মাপে পেঁয়াজ গদিওয়ালাদের খসাতে হয়েছে বিশ পঁচিশ পঞ্চাশ হাজার অবধি। বড় মেজো ছোট দল সব্বাইকে একটু একটু ছাড়তে হয়েছে তাই আম পাবলিককেও ছাড়তে হবে বইকি। সে নাহয় ছাড়তে হবে কিন্ত তাই বলে এক্কেবারে ১০০!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুতরাং কাল মেজাজ গরম আর চোখের জল নিয়েই বুথ মুখো হচ্ছেন খড়গপুরের গৃহিনীরা। বুথের ঢোকার আগে কেউ যদি একবার কানে কানে বলে ফেলে যে, বৌদি পেঁয়াজ…হিসাব উল্টে যেতেই পারে। কে জানে, হয়ত নোটাই জিতে গেল !

RELATED ARTICLES

Most Popular