Homeএখন খবরভোট কম গুজব বেশি, এখনও অবধি দশ শতাংশ কম ভোট শহরে

ভোট কম গুজব বেশি, এখনও অবধি দশ শতাংশ কম ভোট শহরে

সাংবাদিকদের সাথে নিজের কার্যালয়ে মুনমুন 

নিজস্ব সংবাদদাতা: ভোট যত কম পড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে গুজব। আর গুজবের সেরা গুজব হল তৃনমূল নেতা দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন গ্রেপ্তার হয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ এরকমই একটা গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেউ কেউ দাবি করেছেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা একটি হোয়াটস গ্রুপে খবরটি পোষ্ট করেছিলেন সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই খবর। দ্য খড়গপুর পোষ্টয়ের পক্ষ বিষয়টি নিয়ে তাপস সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবরটি তিনি পোষ্ট নয় ফরোয়ার্ড করেছিলেন এবং খবরটি ভুল জানার পরই তা ডিলিট করে দেওয়া হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ততক্ষনে অবশ্য সারা শহর জুড়ে আগুনের মত খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় গুজগুজ ফিসফাস শুরু হয়ে যায়। ঘটনাক্রমে সাংবাদিকরা সেই সময় মুনমুনের দলীয় কার্যালয়ে ছিলেন ফলে গুজব বেশিক্ষন স্থায়ী হয়নি। মাঝের কিছুটা সময় ছাড়া দেবাশিস মোটামুটি কার্যালয়েই ছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালে অন্য একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে সাংসদ দিলীপ ঘোষ শহরে ঘুরে বেড়াচ্ছেন। মিডিয়া দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পরে অবশ্য জানা যায়, সাংসদ নিজের কার্যালয়েই আছেন, বাইরে যাননি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে বেলা ১১টা অবধি শহরে ভোট পড়েছে মাত্র ২৮শতাংশ যা তুলনামুলক হিসাবে এই শহরে ওই সময়ের মধ্যে প্রায় ১০শতাংশ কম বলে রাজনৈতিক মহল মনে করছে। অন্যান্য সময় এই সময়ে ভোট ৩৫ থেকে ৩৮শতাংশ পড়ে যায়। এখনও অবধি ভোট দানের এই প্রবনতা বজায় রয়েছে আর যদি এটা চলতে থাকে তবে গতবারের তুলনায় ভোট প্রদানের হার ১৫শতাংশ অবধি কমে যেতে পারে।

RELATED ARTICLES

Most Popular