Homeএখন খবরকাশ্মীরে নিহতরা বাঙালি নয় ! খড়গপুরে চায়ে পে চর্চায় বেফাঁস মন্তব্য দিলীপের,...

কাশ্মীরে নিহতরা বাঙালি নয় ! খড়গপুরে চায়ে পে চর্চায় বেফাঁস মন্তব্য দিলীপের, উপনির্বাচনের মুখে চাপে বিজেপি

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে উগ্রপন্থীদের হাতে নিহত বাংলার পাঁচ শ্রমিককে ‘বাঙালি’ বলতে নারাজ দিলীপ ঘোষ। বুধবার খড়গপুরের সাউথ ইনস্টিটিউটে বিখ্যাত টমাসের দোকানে চা খেতে খেতে কাশ্মীরের বাঙালি শ্রমিক হত্যার বিষয়ে সংবাদিকদের প্রশ্নে উল্টে উনি প্রশ্ন করেন, বাংলার বাইরে মরলে এত বাঙালি বাঙালি করেন কেন?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই দিলীপ দাবি করে বসেন, ”কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি। ওখানে শ্রমিকরা মারা গিয়েছেন। একইভাবে আরও অনেকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের মদতে সেখানে উগ্রপন্থা চলছে। আমাদের সেনা ও সরকার কাজ করছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। আর বিরোধীরা এটাকে নিয়ে রাজনীতি করছেন?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপ ঘোষের এই মন্তব্যের অংশ একটি সংবাদমাধ্যমে দেখানো হয়। তারপরই খড়গপুর জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ” তাহলে বাংলার বাইরে গিয়ে কেউ কাজ করতে গিয়ে মারা গেলে তাকে শ্রমিকই বলা হবে ? বাঙালি নয়! পেশাগতভাবে কেউ শ্রমিক হলে তাঁর জাতিসত্ত্বা মুছে যায়?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরও এককদম এগিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে যে নিহতরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেই তাঁদের বাঙালিত্ব অস্বীকার করতে চায় দিলীপ বাবুরা। অবশ্যই ইস্যুটাকে ভোটের আগে হাতছাড়া করতে রাজী নয় বিরোধীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের এক নেতা বলেন, ‘এটাই তো দিলীপ বাবুরা চাইছেন। দিলীপবাবুদের এনআরসি ওই লক্ষ্যেই করা হচ্ছে । ওনারা হিন্দু মুসলিম নির্বিশেষে আসামে  বাঙালিদের বিদেশী বলে ডিটেনশন ক্যাম্পে ভরছেন আর এখানে বলছেন মুর্শিদাবাদের নিহত শ্রমিকরা বাঙালি নন। এরপর তো বলবেন যারা বিজেপিকে ভোট দেয় তারাই বাঙালি আর কেউ নন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনই বরং অনেকটাই সংযত বক্তব্য রেখে মুকুল রায় বুধবার জানিয়েছেন, যাঁরা মারা গেছেন অবশ্যই দুঃখজনক কিন্তু কেন এরাজ্যের শ্রমিককে বাইরে কাজে যেতে হচ্ছে সেটাও দেখা দরকার। মুকুল প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জীর কর্ম সংস্থান নিয়ে।  অন্যদিকেই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ৫ শ্রমিকের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে  তদন্তের দাবিও তুলেছেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular