Homeএখন খবরযম দুয়ার থেকে ক্যাম্প সরালো তৃনমূল,লড়াই হাড্ডাহাড্ডি, ভালো ভোট পেয়েছে জোটও

যম দুয়ার থেকে ক্যাম্প সরালো তৃনমূল,লড়াই হাড্ডাহাড্ডি, ভালো ভোট পেয়েছে জোটও

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষীর  পরামর্শ মেনে দক্ষিন দিক থেকে নিজেদের ক্যাম্প সরিয়ে নিল তৃনমূল। রাত পোহালেই ভোট গননা। জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী তৃণমূলের জয়টা যেন অস্থানে ক্যাম্প করার জন্য ফসকে না যায় তাই ক্যাম্প বিপরীত দিকেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানালেন শহর তৃণমূলের এক নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন ভাবে ভোট গননার দিন তৃণমূলের ক্যাম্প করা হয় গননাকেন্দ্র কেন্দ্রীয় বিদ্যালয় ২ য়ের দক্ষিন দিক অর্থাৎ খড়গপুর পৌরসভার দিকে। লোকসভা নির্বাচনের সময়েও তাই হয়েছিল। কিন্তু জ্যোতিষ মতে দক্ষিন দিক যম দুয়ার। দিকটা ভালো নয়, এই সময় বাস্তুতন্ত্র মেনে ওই দিক বাদ দিয়ে অন্য যে কোনও দিক হলে ভালো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে সবচেয়ে ভালো পুর্ব দিক। কিন্তু পুর্বে রেলের কোয়ার্টারের পর কোয়ার্টার আর পশ্চিমে কোনও জায়গা নেই তাই উত্তর দিকে সরিয়ে আনা হয়েছে ক্যাম্প। সেরসা স্টেডিয়াম অর্থাৎ বোগদার দিকে ক্যাম্প করা হয়েছে যেখানে গননা চলাকালীন দলের কর্মীরা থাকবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে ভোট পর্ব শেষ হওয়ার পরে বিভিন্ন হিসাব নিকেশ চলেছে রাজনৈতিক দলগুলির মধ্যে সেই হিসাব অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। বলা হচ্ছে ম্যাজিক দেখিয়ে ভোট বাড়তে চলেছে কংগ্রেস সিপিএম জোট প্রার্থীর। জোটের ভোট বাড়ছে স্বীকার করে নিয়ে বিজেপি জানিয়েছে, দোদুল্যমান ভোটার বাদ দিয়েও কম করে ১৩ থেকে ১৫হাজার মার্জিনে জিতছেন তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃনমূলও  ১০০শতাংশ আশাবাদী জয়ের ব্যাপারে। তাঁদের বক্তব্য শেষ হাসি হাসতে চলেছে তারাই। তবে শহর রাজনীতিতে হতাশ একটা বড় অংশের ভোটও নাকি নোটায় পড়তে চলেছে এমন ইঙ্গিতও মিলেছে। 

RELATED ARTICLES

Most Popular