বুধবার মনোনয়ন জমা দেওয়ার পথে ঘোষ ও ঝা |
নিজস্ব সংবাদদাতা: আপাতত পিছু হটলেন দিলীপ ঘোষ, নিজের মনোনীত প্রার্থী প্রেমচাঁদ ঝায়ের সঙ্গেই জেলা সভাপতি সমিত দাসকেও মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এমনই জানা যাচ্ছে । বুধবার খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে প্রেমচাঁদ ঝায়ের পাশাপাশি মনোনয়ন জমা দিতে পারেন তিনিও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপ ঘোষ নিজে যদিও একে পিছু হটা বলতে নারাজ। তিনি তাঁর ঘনিষ্ট মহলে বলেছেন, কৌশলগত কারনে মনোনয়ন জমা দেওয়ানো হচ্ছে সমিত দাসকে। যদি ঝা বিতর্কিত জমি হস্তান্তর মামলায় গ্রেপ্তার হয়ে যান তবে ময়দানে নামবেন সমিতই । অর্থাৎ সেক্ষেত্রে সমিত দাসই হবে বিজেপির অফিসিয়াল প্রার্থী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য খড়গপুর শহরের তলঝুলিতে এক স্বাধীনতা সংগ্রামী পরিবারের জমি বেআইনি ভাবে কলকাতার এক ব্যবসায়ীকে বিক্রি করার মদতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ওই পরিবারের দাবি ৩কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি আত্মসাৎ করেছেন ঝা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ঝায়ের বিরুদ্ধে। যদিও আগামী ১৩নভেম্বর অবধি ঝা কে গ্রেপ্তার না করার কথা বলেছে আদালত। ১৩তারিখ ঝা আবার কোর্টে হাজিরা দেবেন, যদি কোর্ট রক্ষা কবচ তুলে নেন তবে ওই দিনই গ্রেপ্তার হয়ে যেতে পারেন ঝা। সেই অবস্থাতে সমিত দাসকে নিয়েই বিজেপি খড়গপুর উপনির্বাচনের ময়দানে নামতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি দলের অভ্যন্তরে ঝা বিরোধি কোন্দল আরও তীব্র হয়েছে। বিজেপি বাঁচাও কমিটি তৈরি করে ঝা বিরোধিরা প্রবীন বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ককে প্রার্থী করে ময়দানে নামছে। যদি শেষ অবধি ঝা প্রার্থী থেকে যায় তবে পট্টনায়কও লড়াইয়ের ময়দানে থাকবেন। অন্যদিকে সমিত দাস প্রার্থী হলে পট্টনায়ক লড়াই ছেড়ে দিতে পারেন। এই অবস্থায় ভোট ভাগ আটকাতে এবং সমস্ত স্তরের কর্মীদের মাঠে নামাতে সমিত দাসকেই রেখে দিতে পারে দল।
তবে ঘটনা এটাই যে সমিত দাস প্রার্থী হলে লড়াই কঠিন হয়ে যাবে তৃণমূলের কারন ঝা য়ের তুলনায় সমিত অনেক শক্তিশালী প্রার্থী। যে কারনে তৃনমূলও চাইছিল ঝা ই প্রার্থী হোক। বিজেপির কর্মীরা ব্যঙ্গ করে বলছেন, একমাত্র দিলীপ ঘোষ আর তৃনমূল প্রার্থী প্রদীপ সরকারই চাইছেন যে প্রেমচাঁদ ঝা বিজেপির প্রার্থী হোক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে সমিত মনোনয়ন করতে আসছেন শুনেই বিজেপির ভাঙা পালে আবার জোরালো হাওয়া লাগতে শুরু করেছে । তাঁরা চাইছেন সমিতই শেষ অবধি টিকে যাক প্রার্থী হিসাবে তাহলে জি জান লড়িয়ে দেবেন তাঁরাও। শুধুই তাই নয় সমিত প্রার্থী হলে খুশি তৃণমূলের অভ্যন্তরে প্রদীপ সরকার বিরোধিরাও। তাঁরা চাইছেন কড়া প্রতিদ্বন্দিতার মুখে পড়ুক প্রদীপ সরকার, হেরে যান তিনি।