নিজস্ব সংবাদদাতা: হয়ত একটা উপনির্বাচনের প্রার্থী ঘোষনা আর মনোনয়ন পত্র জমা দেওয়া একই দিনের ব্যপার তাই দেরিতে প্রার্থী ঘোষনা এমন কিছুইনা কিন্তু শুরুতেই হোঁচট খাওয়াটাও লড়াইয়ে দুর্বলতারই লক্ষণ আর সেই লক্ষণই প্রকাশ পেল বিজেপির ক্ষেত্রে। প্রতিপক্ষ দুই শিবিরে প্রার্থী ঘোষনা হয়ে গেলেও বিজেপি তা করতে পারলনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার দুপুরেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী তপনদেব সিংহ, নদিয়ার করিমপুরে বিমলেন্দু সিংহ রায় এবং খড়্গপুর সদরে প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। অন্যদিকে এদিন সকালে বিমান বসু ঘোষণা করেন, করিমপুর কেন্দ্রে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের গোলার রাব্বি। সন্ধেবেলা কংগ্রেস জানিয়ে দিল, কালিয়াগঞ্জে তাঁদের প্রার্থী ধীতশ্রী রায়। আর খড়্গপুর সদরে লড়বেন চিত্তরঞ্জন মন্ডল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এই বাজারে যাদের সব চেয়ে এগিয়ে থাকার খবর সেই বিজেপিই পিছিয়ে পড়ল। আর এই পিছিয়ে পড়ার একমাত্র কারনই হল রাজ্যের পাঠানো তালিকা সম্পর্কে সন্দেহ প্রকাশ করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপি যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট মিলছেনা আর.এসএসের দেওয়া রিপোর্টের সঙ্গে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার করিমপুর, খড়গপুর আর কালিয়াগঞ্জের উপনির্বাচন। এরমধ্যে বিজেপির কাছে প্রেস্টিজের লড়াই খড়গপুর আসন ধরে রাখা। কারন তিনবছর আগে এই আসন কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। জয়ী হন দিলীপ ঘোষ। ঘোষ সাংসদ হওয়ার পর সেই আসনে ভোট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপের পছন্দের প্রার্থী প্রেমচাঁদ ঝা কিন্ত সেই প্রার্থী নিয়ে হোঁচট খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। স্থানীয় আরএসএসের তীব্র আপত্তি ঝা কে নিয়ে । তাঁরা চাইছিলেন আইআইটির প্রাক্তন এক অধ্যাপককে প্রার্থী করা হোক। খড়গপুরের পুরোনো বিজেপি নেতা কর্মীরাও মানতে পারছেননা ঝা কে । আর খড়গপুর ঠিক না করে বাকি প্রার্থীদের নামও ঘোষনা করতে পারছেননা বিজেপি নেতৃত্ব। যদিও গেরুয়া শিবিরের নেতারা বলছেন, সময় মতো সব করে দেওয়া হবে।