Homeএখন খবরবিজেপির প্রার্থী হচ্ছেন প্রেমচাঁদই , বিজেপি বাঁচাও ডাক দিয়ে প্রার্থী পট্টনায়কও

বিজেপির প্রার্থী হচ্ছেন প্রেমচাঁদই , বিজেপি বাঁচাও ডাক দিয়ে প্রার্থী পট্টনায়কও

নিজস্ব সংবাদদাতা: প্রত্যাশা মতই বিদ্রোহ শুরু হল খড়গপুর বিজেপিতে। মনোনয়ন পত্র সংগ্রহ করলেন খড়গপুর বিজেপির প্রবীন নেতা তথা খড়গপুর শহরে বিজেপির সংগঠক প্রদীপ পট্টনায়ক। পাঁচবার বিজেপির প্রতীকে এই বিধানসভায় লড়াই করেছেন তিনি, একবার প্রার্থী হয়েছিলেন লোকসভা থেকেও। দলের দুর্দিনে দলকে ধরে রাখার দাবিদার জানিয়ে দিলেন, এই উপনির্বাচনে বিজেপি প্রেমচাঁদ ঝায়ের নাম ঘোষনা করার পরই মনোনয়ন দাখিল করবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবশ্য শুধুই প্রদীপ নয় দিলীপ ঘোষ এবং প্রেমচাঁদ ঝায়ের বিরুদ্ধে রুখে  দাঁড়িয়েছে দলের একটা বড় অংশ। বিদ্রোহী এই অংশ জানিয়ে দিয়েছে নির্বাচনে ওপরে ওপরে কাজ করা হবে আর তলায় প্রচার হবে ‘ঝা কে রোকো।’ এই অংশ ঝা য়ের বিরুদ্ধেই ভোট দেওয়া করাতে চাইবে তাদের অধিনে থাকা কর্মী সমর্থক পরিবারগুলিকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এঁদের একটা অংশের দাবি, ‘নির্বাচনে হারার জন্যই লড়ছেন ঝা, তৃনমূল প্রার্থী তথা খড়গপুর পুরসভার চেয়ারম্যানের সঙ্গে টাকার রফা হয়েছে। সেই বিশাল অঙ্কের টাকা ও নির্বাচনের জন্য দলের বরাদ্দ টাকা হজম করে ঠিক সময়ে বসে যাবে ঝা।’
প্রবীন নেতা পট্টনায়ক দাবি করেনা, ‘ আমি রাজ্য সভাপতিকে চিঠি লিখেছিলাম, বলেছিলাম দলের দুর্দিনে যখন কেউ প্রার্থী হতে চাইতনা তখন আমি প্রার্থী হয়েছি আজ এই সময়ে দাঁড়িয়ে আমাকে প্রার্থী করুন। ২০২১ বিধানসভায় যদি দল আপনাকে মূখ্যমন্ত্রী হিসাবে চায় তবে আবার খড়গপুর আসন আপনাকে ছেড়ে দেব । উনি কোনও প্রত্যুত্তর দেননি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পট্টনায়ক এদিন স্মরণ করিয়ে দিয়ে বলেছেন,  ” লোকসভায় খড়গপুর শহরে ৪৫হাজার লিড এসেছিল মোদীকে প্রধানমন্ত্রী করার তাগিদ থেকে। তখন যে কেউ দাঁড়ালেই জিতত কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। আর প্রেমচাঁদ ঝা দাঁড়ালে দল আরও ডুববে। তাই বিজেপিকে বাঁচাতেই আমাকে দাঁড়াতেই হবে। আমি বিজেপি বাঁচাও ডাক দিয়েই নির্দল হিসাবে দাঁড়াব।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে প্রেমচাঁদ ঝা য়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিভিন্ন মন্ডল সদস্যরা। বিরোধিতায় আরএসএস কর্মীদের একটা বড় অংশ। এঁদের ক্ষোভ স্বয়ং রাজ্য সভাপতির বিরুদ্ধেই । এঁদের বক্তব্য নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দুর্নীতিগ্রস্থ ঝা কে প্রার্থী করেছেন দিলীপ ঘোষ । সব মিলিয়ে খড়গপুরে বিজেপির গড়েই বড়সড় ঝড়ের আভাষ। 

RELATED ARTICLES

Most Popular