নিজস্ব সংবাদদাতা- করোনা সতর্কতায় রেলওয়ে স্টেশনে ভিড় এড়াতে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ালো রেল। যেখানে প্লাটফর্ম টিকিটের দাম দশ টাকা ছিল সেখানে স্টেশনভেদে কুড়ি থেকে পঞ্চাশটাকা পর্যন্ত করা ধরছে নতুনভাবে। আগামী কাল ১৯ তারিখ থেকেই নতুন দাম ধার্য্য হবে। দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুসারে হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম হল পঞ্চাশ টাকা, খড়গপুর টাটানগরে চল্লিশ টাকা। সাঁতরাগাছি, শালিমার, মেছেদা স্টেশনে তিরিশ টাকা এবং পাঁশকুড়া, বাগনান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দিঘা এবং ঘাটশিলাতে নতুন দাম হল কুড়ি টাকা।
এমনিতেই হাওড়া, সাঁতরাগাছি, খড়গপুর, মেদিনীপুর, বাগনান, মেছেদার মতো স্টেশন গুলি দিয়ে লক্ষাধিক যাত্রী রোজ যাতায়াত করেন। রেল সূত্রে খবর প্রায় প্রতিদিনই প্রচুর সংখ্যক যাত্রীর সাথে সাথে যাত্রীদের পরিজনরা তাদের সাথে স্টেশন চত্তরে আসেন ট্রেনে তুলে দিতে। এমনিতেই বার বার করোনা ভাইরাস থেকে বাঁচতে ভিড় এড়ানোর কথা বলছে স্বাস্থ্য দফতর। স্টেশনে যাত্রীদের ভিড় কমানো না গেলেও, যাতে যাত্রীদের সাথে আসা মানুষজনদের ভিড় কমানো যায়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। রেলের আধিকারিকদের আশা এর ফলে স্টেশন চত্তরে ভীড় অনেকটাই কমানো সম্ভব হবে। ভিড় কম হওয়ায় ভাইরাস ছড়ানো বা সন্দেহজনক যাত্রীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াও সহজ হবে বলেই রেল সূত্রে খবর।
অন্যদিকে করোনা আতঙ্কে রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের অফিসে থাকার সময়সীমা হ্রাস করল। এদিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সরকারি দফতরগুলিতে কর্মরত কর্মীরা যাতে ব্যস্ত সময় যাতায়াত করতে গিয়ে কোনোভাবে আক্রান্ত না হন তার জন্য বেলা চারটার পরই তাঁরা অফিস থেকে বের হতে পারবেন। এরফলে অফিস টাইমে ট্রেন,বাস বা ফেরিতে ভিড় অনেকটাই কমে হবে বলে আশা করা যায়। নিত্যযাত্রী এবং অফিস যাত্রীরা যাতে যথেষ্ট ফাঁকা ভাবে যাতায়াত করতে পারেন তার জন্য দক্ষিণ পূর্ব রেল একাধিক স্পেশাল ইএমইউ লোক্যাল চালানোর কথাও ঘোষণা করেছে।