Homeএখন খবরলাশ ফেরার অপেক্ষায় সাগরদিঘি, ঘরে ঘরে হাহাকার, শীতের সংসদে যুদ্ধ ঘোষনার...

লাশ ফেরার অপেক্ষায় সাগরদিঘি, ঘরে ঘরে হাহাকার, শীতের সংসদে যুদ্ধ ঘোষনার বার্তা অধীরের

নিজস্ব সংবাদদাতা : ঠিক যে সময়ে ইউরোপের বাছাই করা সাংসদদের কাশ্মীরে টুরিস্ট প্যাকেজ দিয়ে মুফতে ‘শান্তির কাশ্মীর’ দেখাতে এনেছেন নরেন্দ্র মোদী ঠিক সেই সময়েই জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন পাঁচ বাঙালি শ্রমিক। উলঙ্গ হয়ে গেছে মোদী শাহির কাশ্মীর শাসনের চেহারা। আর এরই বিরুদ্ধে শীতকালীন সংসদ গর্জে উঠবে বলে জানিয়ে দিলেন কংগ্রেসের সংসদীয় নেতা অধীর চৌধুরী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার বহরমপুরে কাশ্মীরে শ্রমিক হত্যার  ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলে অংশ নিয়ে  লোকসভার পরিষদীয় দলনেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আগেই বলেছিলেন , ” এদেশের নির্বাচিত সাংসদদের কাশ্মীরে প্রবেশ করতে দেয়না মোদী সরকার অথচ অন্যদেশের সাংসদদের এনে কাশ্মীরে ঘুরিয়ে মোদী বিশ্বের নজর অন্যদিকে ঘোরাতে চায়। সেই বেলুন ফুটো হয়ে গেছে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকের নৃশংস হত্যার ঘটনায়।”  বুধবার সন্ধ্যায় বহরমপুরের মিছিল করে টাউন কংগ্রেস নেতৃত্ব। এদিন মিছিল শুরু হয় জেলা কংগ্রেস কার্যালয় থেকে, মিছিল টেক্সটাইল কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে
মিছিল জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি জেলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস নেতৃত্ব ও শহরবাসী৷ এদিন এই মিছিলের নেতৃত্ব দেন অধীর চৌধুরী। মিছিল অধীর চৌধুরী ছাড়াও সামিল হয়ে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আবু হেনা, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ কংগ্রেস নেতৃত্ব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে নিহত সকলেই মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা। সেই গ্রামে এখন হাহাকার প্রিয়জন হারানোর যন্ত্রণায়। কেউ হারিয়েছেন সন্তান তো কেউ হারিয়েছেন পিতাকে। গোটা গ্রাম এখন অপেক্ষায় কফিন বন্দি সার সার লাশের অপেক্ষায়। 

RELATED ARTICLES

Most Popular