Homeএখন খবরপুলিশ দিবসে খড়গপুর পুলিশকে অভিনন্দন বার্তা পৌঁছে দিলেন বায়ু সেনার আধিকারিকরা

পুলিশ দিবসে খড়গপুর পুলিশকে অভিনন্দন বার্তা পৌঁছে দিলেন বায়ু সেনার আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা: অনন্য মুহুর্তের স্বাক্ষী রইল খড়গপুর পুলিশ। মঙ্গলবার পুলিশ দিবসে খড়গপুর পুলিশের জন্য অভিনন্দন বার্তা বয়ে আনলেন ভারতীয় বায়ুসেনার কলাইকুন্ডায় অবস্থিত বায়ুসেনার পূর্বাঞ্চলীয় ঘাঁটির শীর্ষ আধিকারিকদের একটি দল।

এদিন বেলা ২টার কিছু পরেই উইং কমান্ডার ভি. রাও এবং দু’জন কর্পোরেল আদিত্য ও এ.ভাট্টির তিন সদস্যের একটি দল এসে পৌঁছান খড়গপুর রেল স্টেলেমেন্ট এলাকার বাংলো সাইডে অবস্থিত মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে। বায়ুসেনার পক্ষ থেকে একটি স্মারক সহ উপহার তুলে দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক তথা এস.ডি.পি.ও সুকোমল কান্তি দাসের হাতে। কিছুক্ষন আলাপচারিতা ও সৌহার্দ্য বিনিময়ের পরে ফিরে যান তাঁরা।

বায়ুসেনার একটি সূত্রে জানানো হয়েছে প্রতিবছরই অসামরিক পুলিশ বিভাগের সাথে তাঁদের এই ধরনের নানা সৌজন্য বিনিময় হয়ে থাকে কিন্তু এবছরটা সম্পুর্ন আলাদা। করোনা মোকাবিলায় পুলিশ যে ভাবে যুদ্ধে নেমেছে এবং নিজেদের জীবন বিপন্ন করে জাতিকে নিরাপদ রাখার লড়াই করছে তা কোনও অংশেই সীমান্ত যুদ্ধ থেকে কম নয়। এই অতিমারির সঙ্কটে পুলিশের লড়াইকে আলাদা ভাবে সম্মান জানাচ্ছে বায়ুসেনা।

খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাস জানান, “সামরিক বাহিনীর এই সৌজন্য ও স্বীকৃতি সমস্ত পুলিশ বাহিনীর সদস্যদের জন্য। আমি তাঁদের হয়েই এই সৌহার্দ্য গ্রহন করেছি। আমার সমস্ত সহকর্মী পুলিশ কর্মীরা যেভাবে দিন রাত এক করে কাজ করে চলেছেন সবার উদ্দেশ্যেই এই সম্মান নিবেদিত। ভাল লাগছে এই ধরনের স্বীকৃতি পেয়ে। আমি বিশ্বাস করি এই সংকট কাটিয়ে উঠবে জাতি এবং তাঁর জন্য আমরা পুলিশ বাহিনী সর্বোতভাবে সাধারন নাগরিকদের পাশে রয়েছে।”

এদিকে ১লা সেপ্টেম্বর এ রাজ্যে পুলিশ দিবস পালন করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে অনুযায়ী কলকাতা সহ গোটা রাজ্যে এদিন পুলিশদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু সোমবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এই মূহুর্তে শোকস্তব্ধ গোটা দেশ তথা রাজ্য। সেকারণে মঙ্গলবার রাজ্যে একদিনের পূর্ণ সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া গোটা দেশে ৭ দিনের শোক দিবস পালন করার ঘোষণা করা হয়েছে। সেকারণে ১ লা সেপ্টেম্বরের পুলিশ দিবস বাতিল করে তা ৮ সেপ্টেম্বর পালন করা হবে বলেই জানিয়ে রাজ্য সরকার।

RELATED ARTICLES

Most Popular