Homeএখন খবরবিজ্ঞপ্তি প্রকাশিত হল! মোটা বেতন আর প্রেস্টিজিয়াস চাকরি! গ্রাজুয়েট হলেই WBCS আর...

বিজ্ঞপ্তি প্রকাশিত হল! মোটা বেতন আর প্রেস্টিজিয়াস চাকরি! গ্রাজুয়েট হলেই WBCS আর WBPSC চাকরির সুযোগ নিন

জব ডেস্ক:স্নাতকদের জন্য প্রশাসনিক কাজে যোগ দেওয়ার অনন্য সুযোগ, ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করুন, জেনে নিন আবেদনের শেষ তারিখ :-

কেরিয়ার নিয়ে আগ্রহীরা যদি প্রচলিত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের পথে না হেঁটে প্রশাসনিক কাজে যোগ দিতে চান, তাহলে তাঁদের জন্য রয়েছে একটি অসাধারণ সুযোগ। ২০২১ সালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের (WBCS) বিজ্ঞপ্তি জারি হল। আগামী ২৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

সবার আগে জেনে নিন, কোন কোন পদে আবেদন করতে পারবেন-
(গ্রুপ এ) – এই বিভাগে আপনি যে যে চাকরির আবেদন করতে পারেন তা হল,
রাজস্ব দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ
পশ্চিমবঙ্গ সমবায় দপ্তর
পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর
ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস

(গ্রুপ বি) – এই বিভাগে আবেদন শুধুমাত্র পুলিশের বিভিন্ন পদে আবেদন করা যাবে।
(গ্রুপ সি) – এই বিভাগে আবেদন করা যাবে,
সুপার, ডেপুটি সুপার (জেলা সংশোধনাগার, কেন্দ্রীয় সংশোধনাগার)
যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারি (Joint BDO)
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ক্রেতা সুরক্ষা বিভাগ)

জয়েন্ট রেজিস্ট্রার (ক্রেতা সুরক্ষা বিভাগ)
পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ বিভাগ (জুনিয়র কর্মী)
ভূমি রাজস্ব দপ্তরের অধীনস্ত পদ
অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (সেচ)
চিফ কন্ট্রোলার (কারেকশনাল সার্ভিস)
(গ্রুপ ডি)
ইন্সপেক্টর (সমবায়)
আধিকারিক (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন)
আধিকারিক (উদ্বাস্তু ও পুনর্বাসন)

আবেদনকারীর বয়স:
২১ থেকে ৩৬ বছর (জানুয়ারি ১, ২০২১’এর হিসেব অনুযায়ী)।                                         আবেদনকারীর যোগ্যতা:
ন্যূনতম যোগ্যতা স্নাতক। বাংলা ভাষা বলা, পড়া এবং লেখায় সাবলীল হতে হবে।

আবেদনের সময়সীমা:
ডিসেম্বর ২৪, ২০২০ থেকে জানুয়ারি ১৫, ২০২১-এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করা এবং ফি জমা দেওয়া যাবে অনলাইনে। ফি জমা দেওয়ার শেষ দিন –১৬ জানুয়ারি, ২০২১।                                    বেতনক্রম
গ্রুপ এ – বেসিক ২১,০০০টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৪২,০০০টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ বি – বেসিক ১৫,৬০০ – ২১,০০০টাকা। সর্বোচ্চ ৪২,০০০টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ সি – বেসিক ৯০০০ টাকা, সর্বোচ্চ ৪০,৫০০ টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ ডি – বেসিক ৭১০০ টাকা, সর্বোচ্চ ৩৭,৬০০ টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)

নির্বাচন পদ্ধতি:
দু’ধাপে WBSC-২০২১ পরীক্ষা হবে। প্রথমটি লিখিত এবং দ্বিতীয়টি পার্সোনালিটি টেস্ট। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পার্সোনালিটি টেস্টে বসার সুযোগ পাবেন।

ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই খেয়াল রাখবেন, আবেদন করার দিন চলতি মাসের ২৪ তারিখ থেকে ২০২১-এর জানুয়ারী মাসের ১৫ তারিখ। এছাড়াও পরীক্ষার দিনক্ষণ, অ্যাডমিট কার্ড এসকল প্রয়োজনীয় তথ্য জানতে চোখ রাখুন সরকারি ওয়েবসাইট – wbpsc.gov.in।

RELATED ARTICLES

Most Popular