Homeএখন খবররাজ্য সরকারের অধীনে মৎস্য দপ্তরে চাকরি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, আবেদন...

রাজ্য সরকারের অধীনে মৎস্য দপ্তরে চাকরি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, আবেদন করুন শীঘ্রই

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ মৎস্য দফতরে ১০০ অফিসার নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in -তে গিয়ে আবেদন জানাতে পারবেন আগামী ১৭ মার্চের মধ্যে।

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা :
পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড-২’-এর ক্যাডারে ‘ফিশারি এক্সটেনশন অফিসার’ নিয়োগ করা হবে। শূন্যপদ সংখ্যা ১০০।

 

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা :
১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক হতে হবে।

২) মৎস্যবিজ্ঞান, অ্যাকায়োকালচার, মাছ ধরা এবং জলের বিভিন্ন বিষয়ে জানতে হবে।

৩) অবশ্যই বাংলা বা নেপালিতে লিখতে বা পড়তে জানতে হবে।

বয়স :
২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৯-র উপর হতে পারবে না। নির্দিষ্ট শর্তে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় থাকবে।

তারিখ সংক্রান্ত তথ্য:
অনলাইন আবেদনের শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
অফলাইনে চালান ডাউলোড করার শেষ তারিখ – আগামী ১৭ মার্চ।
ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ – আগামী ১৮ মার্চ।

আবেদন ফি :
১) অসংরক্ষিত প্রার্থী – ১৬০ টাকা।
২) তফসিলি জাতি এবং উপজাতির শ্রেণিভুক্ত, বিশেষভাবে সক্ষম প্রার্থী – কোনও আবেদন ফি দিতে হবে না।

তবে অনলাইনে ডেবিট বা কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিলে এক শতাংশ ‘কনভেনিয়েন্স ফি’ (ন্যূনতম পাঁচ টাকা) এবং ‘কনভেনিয়েন্স ফি’-র উপর ১৮ শতাংশ জিএসটি বাবদ টাকা দিতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিলে পাঁচ টাকা ‘কনভেনিয়েন্স ফি’ এবং ‘কনভেনিয়েন্স ফি’-র উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে প্রার্থীদের। ব্যাঙ্কে ফি জমা দিলে পরিষেবা চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করুন শীঘ্রই।

RELATED ARTICLES

Most Popular