জব ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে মেডিকেলের টেকনোলজিস্ট গ্রেড থ্রি- এর বিভিন্ন পদে নিয়োগের জন্য জারি করা হল বিজ্ঞপ্তি।
শুধু মাত্র অনলাইনে রেজিস্ট্রেশন হবে এবং আবেদন জমা নেওয়া হবে এই ওয়েবসাইটে (www.wbhrb.in) ২৮/১/২১ থেকে ৬/২/২১(রাত ৮টা পর্যন্ত) এর মধ্যে। আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হতে পারে।
সম্পর্কিত নিয়ম এবং প্রয়োজনীয় বিবরণ নিম্নলিখিত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে:
বেতন স্কেল: বেসিক বেতন – ২৮৯০০ / – ৯নং লেভেলের এন্ট্রি পয়েন্টে। অন্যান্য ভাতা অনুমোদন হিসাবে গ্রহণযোগ্য হবে।
শূন্যপদ:
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), জিআর-III জেনারেল – ৩২৭
এসসি – ১৪০
এসটি – ৩৮
ওবিসি-এ – ৬৪
ওবিসি-বি – ৪৪
পিডাব্লুডি – ২০
মোট – ৬৩৩
মেডিকেল টেকনোলজিস্ট (ওটি), জিআর-III জেনারেল – ২৯৩
এসসি – ১২৫
এসটি – ৩৪
ওবিসি-এ – ৫৭
ওবিসি-বি – ৪০
পিডাব্লুডি – ১৭
মোট – ৫৬৬
মেডিকেল টেকনোলজিস্ট (ইসিজি) জিআরIII জেনারেল- ১৪৪
এসসি – ৬৩
এসটি – ১৭
ওবিসি-এ – ২৮
ওবিসি-বি – ২০
পিডাব্লুডি – ০৯
মোট – ২৮১
মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিকাল কেয়ার) জিআর-III ইউআর – ৮৪
এসসি – ৩৬
এসটি – ১০
ওবিসি-এ – ১৭
ওবিসি-বি – ১২
পিডাব্লুডি – ০৫
মোট – ১৬৪
মেডিকেল টেকনোলজিস্ট(পিঅ্যান্ডও), জিআর III জেনারেল – ০১
এসসি – ০১
এসটি – ০০
ওবিসি-এ – ০০
ওবিসি-বি – ০০
পিডাব্লুডি – ০০
মোট – ০২
মেডিকেল টেকনোলজিস্ট (ইইজি / ইএমজি), জিআর-III
ইউআর – ০১
এসসি – ০০
এসটি – ০০
ওবিসি-এ – ০০
ওবিসি-বি – ০০
পিডাব্লুডি – ০০
মোট – ০১
যোগ্যতা:
(i) ডাব্লুবিসিএইচএসই বা সমতুল্য বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (১০+ ২) উত্তীর্ণ হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই বিষয়গুলি নিয়ে। (ii) রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে দুই বছরের ডিপ্লোমা
পশ্চিমবঙ্গ প্যারামেডিকেল কাউন্সিলের অধীনে যে কোনও স্বীকৃত পত্র / যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত অনুমোদিত সংস্থাপত্র বা মেডিকেল টেকনোলজিতে অর্জিত স্নাতক ডিগ্রি
সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে / বা এক বছর সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা যেখানে কোর্সটি বি.এস.সি. (পিউর/ বায়ো) পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল অনুষদ দ্বারা / যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রাপ্ত।
মনে রাখবেন প্রার্থীদের অবশ্যই ছবি, স্বাক্ষর, এইচএস বা এর সমতুল্য (10 + 2) এর মার্কশিট আপলোড করতে হবে । সম্পর্কিত বিষয়ের ডিপ্লোমা / স্নাতক ডিগ্রির শংসাপত্র (স্ক্যান কপি) লাগবে ফর্ম ফিলাপের সময়।। বয়স: ১/২/২১ এর মধ্যে প্রার্থীদের ২১ বছরের কম এবং 39 বছরের বেশি হলে চলবে না।
তবে সরকারি নিয়মানুযায়ী উপরের বয়সের সীমায় ছাড় পাবেন এসসি, এসটি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীরা।
ফি: প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদন করে ফি জমা দিতে হবে ১৬০ / – (একশত ষাট টাকা)
মানি অর্ডার, চেক, ব্যাংক খসড়া এবং নগদ ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। এসসি, এসটি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ফি দিতে হবে না।