নিউজ ডেস্ক: যাকে বলে প্রেস্টিজিয়াস জব বা আজর্ষণীয় চাকরি। ঝাঁ চকচকে বিমান বন্দরে মোটা বেতন! চাকরির সন্ধানে যারা ঘুরছেন, তাঁদের সন্ধান শেষ হওয়ার সুযোগ এসেছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ম্যানেজার ও জুনিয়র এগজিকিউটিভ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল । যে কোনও যোগ্য ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.aai.aero তে গিয়ে অনলাইন আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদন করার শেষ তারিখ ১৪ জানুয়ারি, ২০২১। মোট শূন্য পদ: ৩৮৬
শূন্য পদের বিস্তারিত বিবরণ: ১.ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): ১১
২.ম্যানেজার (টেকনিক্যাল) : ২
৩.জুনিয়র এগজিকিউটিভ ( এয়ার ট্রাফিক কন্ট্রোল): ২৬৪
৪.জুনিয়র এগজিকিউটিভ ( এয়ারপোর্ট অপারেশন): ৮৩
৫. জুনিয়র এগজিকিউটিভ(টেকনিক্যাল): ৮
যোগ্যতা: ১.ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): ফায়ার ইঞ্জিনিয়ারিং/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTech এবং এসব ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা। ২. ম্যানেজার (টেকনিক্যাল) : মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ BE বা BTech এবং ৫ বছর কাজের অভিজ্ঞতা।
৩. জুনিয়র এগজিকিউটিভ ( এয়ার ট্রাফিক কন্ট্রোল): পদার্থবিদ্যা ও গণিত সহ বিজ্ঞানে ৩ বছরের স্নাতক ডিগ্রি অথবা যে কোনও সেমিস্টারে পদার্থবিদ্যা ও গণিত নিয়ে ইঞ্জিনি়ারিং পাশ। ৪. জুনিয়র এগজিকিউটিভ ( এয়ারপোর্ট অপারেশন): বিজ্ঞানে স্নাতক এবং দু বছরের MBA ডিগ্রি অথবা ইঞ্জনিয়ারিংয়ে স্নাতক। ৫. জুনিয়র এগজিকিউটিভ(টেকনিক্যাল): মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ BE বা BTech।
বয়স সীমা:
৩০ নভেম্বর,২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় পাবেন। বেতন ক্রম:
ম্যানেজার পদের বেতন মাসিক ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা। জুনিয়র এগজিকিউটিভদের বেতন মাসে ৪০০০০ থেকে ১৪০০০০ টাকা।
আবেদন ফি:
আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০০টাকা ফি দিতে হবে। তপসিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০টাকা। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। (উল্লেখিত ওয়েবসাইটে নজর রাখুন এবং আবেদনের আরও খুঁটিনাটি বিষয় জানতে লিঙ্কে ক্লিক করুন। আমরা আপনাদের সুবিধার জন্য এই তথ্য তুলে এনেছি ইন্টারনেট ঘেঁটে। জটিলতা এড়ানোর জন্য তাই সরাসরি আপনাদের এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার মূল বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে।)