Homeএখন খবরমাধ্যমিক কিংবা এইট পাশ, সঙ্গে আইটিআই থাকলে ঘরের পাশেই চাকরি দিচ্ছে রেল,...

মাধ্যমিক কিংবা এইট পাশ, সঙ্গে আইটিআই থাকলে ঘরের পাশেই চাকরি দিচ্ছে রেল, এখুনি আবেদন করুন

মাধ্যমিক কিংবা এইট পাশ, সঙ্গে আইটিআই থাকলে ঘরের পাশেই চাকরি দিচ্ছে রেল, এখুনি আবেদন করুন

নিজস্ব সংবাদদাতা: অনেক শূন্যপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। প্রচুর পদে লোক নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক, অষ্টম শ্রেণি পাশ ও আই টি আই থাকলে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০ শে মার্চ ২০২০পর্যন্ত। নিচে নোটিফিকেশন ও আবেদনের জন্যে ওয়েবসাইট নম্বর দেওয়া আছে। আবেদনের আগে একবার ভাল করে দেখে নেবেন।
আসুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তথ্য

১। নোটিশ নম্বর – RRC-ER/Act Apprentices/2019-20
২। গুরুত্বপূর্ণ তারিখ – নোটিফিকেশন প্রকাশ হয়েছে এই বছরের ২৭শে জানুয়ারি। আবেদন শুরুর তারিখ হয়েছে ১৪ই ফেব্রুয়ারি থেকে আর আবেদন করতে পারেন ১৩মার্চ, ২০২০ অবধি।
৩। আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। নিয়োগকারী করছেন – পূর্ব রেল
৫। কর্মস্থল – হাওড়া, শিয়ালদহ, মালদা, আসানসোল, কাঁচড়াপাড়া, লিলুহা, জামালপুর।
৬। পদ সংখ্যা – ২৭৯২

৭। পদ বিন্যাস- হাওড়া ডিভিশন
Fitter – 281Welder – 61Mech(MV) – 09Mech(Dsl.) – 17Blacksmith – 09Machinist – 09Carpenter – 09Painter – 09Lineman (General) – 09Wireman – 09& AC Mech. – 08Electrician – 220Mechanic Machine Tool Maint.(MMT M) -09
৮। শিয়ালদহ ডিভিশন
Fitter – 185Welder – 60Electrician – 91Lineman – 40Wireman – 40Electronics Mechanic – 75Ref. & AC – 35
৯।কাচড়াপাড়া ওয়ার্কশপ
Fitter – 66Welder – 39Electrician – 73Machinist – 6Wireman – 3Carpenter – 9Painter – 10
১০। লিলুয়া ওয়ার্কশপ
Fitter – 80Machinist – 11Turner – 5Welder (G & E) – 68Painter General – 5Electrician – 15Wireman – 15Refrigeration & Air Conditioning – 5
১১। জামালপুর ওয়ার্কশপ
Fitter – 260Welder (G & E) – 220Machinist – 48Turner – 48Electrician – 43Diesel Mechanic – 65
১২। দেখে নিন কোন কোন পদে নিয়োগ হচ্ছে। Fitter, Machinist, Welder, Turner, Electrician, Sheet Metal Worker, Diesel
Mechanic, Lineman, Refrigeration & Air Conditioning, Carpenter
Mechanic Machine tool Maintenance, Wireman, Painter
১৩। বয়স সীমা- সর্বোচ্চ ২৩বছর বছর।

১৪।পদের অনুসারে শিক্ষাগত যোগ্যতা – Fitter-10th Pass, Machinist-10th Pass,
Welder-8th Pass,
Turner-10th Pass, Electrician-10th Pass,
Sheet Metal Worker-8th Pass, Diesel-10th Pass,
Mechanic-10th Pass,
Lineman-8th Pass
Refrigeration & Air Conditioning-10thPass, Carpenter-8th Pass,
Mechanic Machine tool Maintenance-10th Pass Wireman-8th Pass
Painter-8th Pass
১৫। আবেদন মূল্য – সাধারন এবং ও.বি.সি দের১০০টাকা, বাকি দের কোন মূল্য লাগবে না।
১৬। নির্বাচনের পদ্ধতি – সরাসরি নিয়োগ করা হবে। নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।
১৭। আবেদন আগে যে সকল ডকুমেন্ট সাথে রাখবেন –স্ক্যান করা ছবি, সই সহ বয়স , শিক্ষা ও জাতিগত শংসাপত্র। আবেদনের পূর্বে আরও একবার ভালো করে দেখেনিন ওয়েবসাইট ঠিকানাটি:www.rrcer.com

RELATED ARTICLES

Most Popular