মাধ্যমিক কিংবা এইট পাশ, সঙ্গে আইটিআই থাকলে ঘরের পাশেই চাকরি দিচ্ছে রেল, এখুনি আবেদন করুন
নিজস্ব সংবাদদাতা: অনেক শূন্যপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। প্রচুর পদে লোক নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক, অষ্টম শ্রেণি পাশ ও আই টি আই থাকলে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০ শে মার্চ ২০২০পর্যন্ত। নিচে নোটিফিকেশন ও আবেদনের জন্যে ওয়েবসাইট নম্বর দেওয়া আছে। আবেদনের আগে একবার ভাল করে দেখে নেবেন।
আসুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তথ্য
১। নোটিশ নম্বর – RRC-ER/Act Apprentices/2019-20
২। গুরুত্বপূর্ণ তারিখ – নোটিফিকেশন প্রকাশ হয়েছে এই বছরের ২৭শে জানুয়ারি। আবেদন শুরুর তারিখ হয়েছে ১৪ই ফেব্রুয়ারি থেকে আর আবেদন করতে পারেন ১৩মার্চ, ২০২০ অবধি।
৩। আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। নিয়োগকারী করছেন – পূর্ব রেল
৫। কর্মস্থল – হাওড়া, শিয়ালদহ, মালদা, আসানসোল, কাঁচড়াপাড়া, লিলুহা, জামালপুর।
৬। পদ সংখ্যা – ২৭৯২
৭। পদ বিন্যাস- হাওড়া ডিভিশন
Fitter – 281Welder – 61Mech(MV) – 09Mech(Dsl.) – 17Blacksmith – 09Machinist – 09Carpenter – 09Painter – 09Lineman (General) – 09Wireman – 09& AC Mech. – 08Electrician – 220Mechanic Machine Tool Maint.(MMT M) -09
৮। শিয়ালদহ ডিভিশন
Fitter – 185Welder – 60Electrician – 91Lineman – 40Wireman – 40Electronics Mechanic – 75Ref. & AC – 35
৯।কাচড়াপাড়া ওয়ার্কশপ
Fitter – 66Welder – 39Electrician – 73Machinist – 6Wireman – 3Carpenter – 9Painter – 10
১০। লিলুয়া ওয়ার্কশপ
Fitter – 80Machinist – 11Turner – 5Welder (G & E) – 68Painter General – 5Electrician – 15Wireman – 15Refrigeration & Air Conditioning – 5
১১। জামালপুর ওয়ার্কশপ
Fitter – 260Welder (G & E) – 220Machinist – 48Turner – 48Electrician – 43Diesel Mechanic – 65
১২। দেখে নিন কোন কোন পদে নিয়োগ হচ্ছে। Fitter, Machinist, Welder, Turner, Electrician, Sheet Metal Worker, Diesel
Mechanic, Lineman, Refrigeration & Air Conditioning, Carpenter
Mechanic Machine tool Maintenance, Wireman, Painter
১৩। বয়স সীমা- সর্বোচ্চ ২৩বছর বছর।
১৪।পদের অনুসারে শিক্ষাগত যোগ্যতা – Fitter-10th Pass, Machinist-10th Pass,
Welder-8th Pass,
Turner-10th Pass, Electrician-10th Pass,
Sheet Metal Worker-8th Pass, Diesel-10th Pass,
Mechanic-10th Pass,
Lineman-8th Pass
Refrigeration & Air Conditioning-10thPass, Carpenter-8th Pass,
Mechanic Machine tool Maintenance-10th Pass Wireman-8th Pass
Painter-8th Pass
১৫। আবেদন মূল্য – সাধারন এবং ও.বি.সি দের১০০টাকা, বাকি দের কোন মূল্য লাগবে না।
১৬। নির্বাচনের পদ্ধতি – সরাসরি নিয়োগ করা হবে। নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।
১৭। আবেদন আগে যে সকল ডকুমেন্ট সাথে রাখবেন –স্ক্যান করা ছবি, সই সহ বয়স , শিক্ষা ও জাতিগত শংসাপত্র। আবেদনের পূর্বে আরও একবার ভালো করে দেখেনিন ওয়েবসাইট ঠিকানাটি:www.rrcer.com