ডিজিটাল ডেস্ক: সারাদেশে লকডাউন চলার পরে ঘরবন্দি সবাই এর ফলে সবারই আয় এখন বন্ধ এজন্য অনেকেই তাদের মোবাইল রিচার্জ করতে পারছেন না। আর লকডাউন এর ফলে বাইরে রিচার্জ করতে যেতেও ভয় পাচ্ছেন। তাই এই কথা ভেবে জিও,এয়ারটেল, ভোডাফোন আইডিয়া তাদের সমস্ত গ্রাহকদের জন্য ফ্রিতে ইনকামিং কlলের সুবিধা দিচ্ছে।
প্রথম ধাপের লকডাউনে এই সমস্ত সুযোগ-সুবিধা তাদের গ্রাহকদের দিয়েছিল এবং তার সাথে সাথে সমস্ত ফিচারস ফোন ব্যবহারকারীদের ১০ টাকা টকটাইম বিনামূল্যে দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় লকডাউনের সময়ও তারা গ্রাহকদের স্বার্থ ইনকামিং কলের সুবিধা চালু রাখছে ৩ মে পর্যন্ত তবে এবার গ্রাহকরা কোন টকটাইম পাবেন না। আউটগোয়িং কল করার জন্য সমস্ত গ্রাহকদের রিচার্জ করতে হবে।
এয়ারটেল জানিয়েছে লকডাউন এর ফলে মানুষের আয় বন্ধ হওয়ার ফলে তাদের প্রায় ৩ কোটি গ্রাহক এই সময় রিচার্জ করছেন না এবং ভোডাফোন আইডিয়ার প্রায় ৯ কোটি গ্রাহক এই মুহূর্তে রিচার্জ করতে পারছেন না। তাই দেশের কঠিন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে এই ইনকামিং কল এ সুবিধাটি চালু রাখছে তারা।
অনলাইনে সবাই রিচার্জ করতে পারবে না বলে এবার অন্যদের ফোন রিচার্জ করে দিলে বিশেষ কমিশন দেওয়ার ব্যবস্থা করেছে সমস্ত টেলিকম কোম্পানি গুলি। সম্প্রতি গোটা দেশের মধ্যে ২২ টি সার্কেলে দ্বিগুণ ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Vodafone Idea এবার এই অফারে কাট ছাঁট করে মাত্র ১৪ টি সার্কেলেই দ্বিগুণ ডেটার অফার দিচ্ছে কোম্পানিটি। ২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকার প্ল্যানে এই অফারগুলি পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে এই অফারে এই তিনটি প্ল্যানেই অতিরিক্ত ১.৫ জিবি ডেটা দিচ্ছে Vodafone Idea।