নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতি আক্রমনে সেনাবাহিনী ভরসা। সেই সেনাবহিনী শুধুই যুদ্ধ করে এমনটা নয়, রাস্তাঘাট নির্মান, সেতু কিংবা ভবন দ্রুত তৈরি করার প্রয়োজন হয়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে অথবা পুনর্বহাল করতে সেতু চট জলদি সেতু নির্মান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ন কাজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুনের সামরিক ইঞ্জিনিয়ারিং কলেজে এরকমই একটি প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের। জখম হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে মৃত দুই জওয়ান হল কেরলের সঞ্জীবন পি.কে এবং মহারাষ্ট্রের ওয়াঘমোড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেনাবাহিনী সূত্রে জানা গেছে বৃটিশ ব্রেইলী পদ্ধতির এই সেতু মূলতঃ পাহাড় এলাকায় ভূ-সংযোগের জন্য ব্যবহৃত হয় যেখানে ভারী ফাইবার ও ধাতুর ব্যবহার করা হয় । পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেই সেতুং নির্মানের জন্য হাতে কলমে প্রশিক্ষণ চলছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকাল সকাল প্রশিক্ষণ দিচ্ছিলেন আধিকারিকরা। দুপুরবেলা আচমকা ব্রিজের একটি থাম আচমকা হড়কে যায়। আর তার নিচে পড়ে জখম হন সাতজন। তাঁদের মধ্যে একজন জুনিয়ার কমান্ড অফিসারও ছিলেন । জখম ওই জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়।