নিজস্ব সংবাদদাতা: বারংবার কথা দেওয়ার পরও সেই কথা রাখার কোনও উদ্যোগই নিচ্ছেনা প্রশাসন। পরিকল্পনা বিহীন ট্রাফিক ব্যবস্থায় অব্যাহত যানজট আর বেড়েই চলেছে দুর্ঘটনার সম্ভাবনা। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির লাগাতার আন্দোলনের ফলে বালিচক উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণকার্য চলাকালীন মানুষের কিছু অসুবিধা হবে মানুষ তা অনুধাবন করেন। কিন্তু কিছু বিষয়ে প্রশাসন সদর্থক পদক্ষেপ গ্রহণ করলে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা যায়। কিন্তু কে কার কথা শোনে?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বালিচক ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে প্রতিদিন ব্যাপক যানজট চলছে। এর সমাধানে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে দুটি দাবি বারবার রেখা হয়েছে প্রশাসনের কাছে। ১) অত্যাবশ্যকীয় ছাড়া বড় বড় পন্যবাহী গাড়ি, টুরিস্ট গাড়ি ইত্যাদি অন্যদিক দিয়ে ঘুরিয়ে বালিচক দিয়ে যান চলাচল কমিয়ে দেওয়া হোক এবং ২) সর্বক্ষণের জন্য ট্রাফিক কন্ট্রোল করতে সিভিক বা পুলিশ মোতায়েন রাখা হোক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রশাসন নির্বিকার! দিনের সামান্য সময় পুলিশ মোতায়েন রাখা হয়। দাবি জানানোর পর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল কিছুদিনের মধ্যে সকল পক্ষকে নিয়ে মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তা কার্যকরি করা হল না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অধিকারী আরও বলেন, আমরা আবার দাবি জানাচ্ছি অতি দ্রুত এই সমস্যা সমাধানে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক। না হলে ব্যাপক যানজটের হাত থেকে মানুষের রেহাই নেই এবং মানুষ যেভাবে প্রতিদিন যাতায়াত করছেন তাতে যেকোন বড় দুর্ঘটনা যেকোনো সময় ঘটে যেতে পারে। সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এভাবে যানজট চলতে থাকলে পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা আশঙ্কা তৈরি হয়েছে।