নিজস্ব সংবাদদাতা : কবিতা কী! কীভাবে লেখা হয়! কবিতা কি শুধু শব্দনির্ভর! কতখানি অভিজ্ঞতা সঞ্জাত! কতখানি তা লেখ্য আর কতখানি তা শ্রবণযোগ্য! ইত্যাদি ছিল আলোচনার বিষয়। আর তাই নিয়ে পূর্ব মেদিনীপুরের ওদোলচুয়া বি এড কলেজে রবিবার হল সাহিত্য আড্ডা।প্রকাশ পেল জ্বলদর্চি পত্রিকার নববর্ষ তথা জানুয়ারি ২০২০ সংখ্যা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবিতার সংজ্ঞা নির্ণয়ে আলোচনা করেন সন্দীপ কাঞ্জিলাল, দেবাশিস প্রধান,প্রফুল্ল পাল,অঞ্জন দাস, দীপঙ্কর গিরি, লক্ষীকান্ত মণ্ডল প্রমুখ। আলোচনা সভার সূত্রধরের কাজ করেন কবি আশিস মিশ্র।
স্বরচিত কবিতা পাঠ করেন মলয় পাহাড়ী, রবীন্দ্রনাথ ভৌমিক,বিপ্লব ভূঞ্যা,নবকুমার মাইতি,শুঙ্খশুভ্র পাত্র,বকুল জানা,দিলীপ জানা প্রমুখ।জ্বলদর্চির নববর্ষ সংখ্যা প্রকাশ করেন কবি দেবাশিস প্রধান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সংখ্যায় সন্দীপ কাঞ্জিলাল ও ঋত্বিক ত্রিপাঠীর গুচ্ছ কবিতার পাশাপাশি স্থান পেয়েছে সঞ্জীব ভট্টাচার্য ও তাপসকুমার দত্তের অণুগল্প। এছাড়াও কবিতা লিখেছেন সুব্রত দাস, রাখহরি পাল, স্মৃতি সাহা, অনুপ মাহাত, মৃণালকান্তি সামন্ত, শুভজিৎ মুখার্জী, বিজয় কুমার মাল। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিন্ময় মুখোপাধ্যায়।