নিজস্ব সংবাদদাতা : শুক্রবার একই দিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হল ইতালিতে। সংবাদ সংস্থার খবর, এদিন ইতালিতে কোভিড ১৯ এর সংক্রমণে মারা গিয়েছেন ৯৬৯ জন। সেখানে এখনও পর্যন্ত ওই রোগে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৫০০ জন। অবশ্য একইসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে আক্রান্ত হওয়ার হার কমেছে। আগে ইতালিতে মোট জনসংখ্যার আট শতাংশ রোজ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৭.৪ শতাংশ।
করোনা সন্ত্রাসে এখন বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ মানুষ গৃহবন্দি। ইতালির পরেই করোনা মহামারী দেখা দিয়েছে স্পেনে। সংক্রামিতের সংখ্যা টপকে গেছে চিনকেও। কোভিড-১৯-এর জেরে স্পেনে লকডাউন ১১ দিনে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, আক্রান্তের সংখ্যা ৪৯ হাজারের উপরে। মৃত ৩,৬৪৭।
জার্মানির অবস্থাও সঙ্কটময়। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। মৃত ২০৬। জাপানে কিছু দিন আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও টোকিয়োর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন সেখানে নতুন আক্রান্ত ৪৫ জন। সংক্রামিত হাজারের উপরে। সব মিলিয়ে করোনায় কাঁপছে গোটা ইওরোপ।