Homeআন্তর্জাতিকসাত সকালেই ইরানে দুর্ঘটনার কবলে ইউক্রেনের বিমান, ১৭০ জনের মৃত্যুর আশংকা

সাত সকালেই ইরানে দুর্ঘটনার কবলে ইউক্রেনের বিমান, ১৭০ জনের মৃত্যুর আশংকা

নিজস্ব সংবাদদাতা: যাত্রী ও বিমানকর্মী সহ ১৮০জনকে নিয়ে ইরানের মাটিতে ভেঙে পড়ল একটি বিমান এবং এঁদের কারুরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। বুধবার স্থানীয় সময় ২.২০টার সময় ১৭০ জন যাত্রী সহ বিমানটি উড়ান শুরু করেছিল  তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’–এর। ১৭০ জন যাত্রী ছাড়াও আরও ১০ জন বিমানকর্মী নিয়ে যাত্রা শুরু করে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে বিমানবন্দরের পাশেই ভেঙে পড়ে সেটি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পাঠানো হয় ২২টি অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে যায় হেলিকপ্টারও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরানের অসামরিক বিমান পরিবহণ সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদে বলেন, ‘‌বিমানবন্দর থেকে উড়ান শুরু করার পর পারন্দ ও শাহরিয়ার অঞ্চলের মধ্যে জমিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠানো হয়। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে যায়। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গুরুতর আহত অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে।’‌

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে বেসরকারী সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সবাই মারা গেছেন। ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানি ফৌজের হামলার কয়েক ঘণ্টা পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।  যদিও এই দুর্ঘটনার পেছনে নাশকতার তত্ত্ব খারিজ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular