Homeএখন খবরদেশে এক লাফে অনেকটাই কমে গেল সংক্রমণ; কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যান

দেশে এক লাফে অনেকটাই কমে গেল সংক্রমণ; কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যান

নিউজ ডেস্ক: করোনার মহামারীর গ্রাফ এখন ক্রমশ নিম্নমুখী। আজ, ৭০ দিন পরে, দেশে করোনার ভাইরাসের সবচেয়ে কম নতুন কেস এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৮৪,৩৩২ টি নতুন করোনার কেস এসেছে এবং ৪,০০২ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন লোকও করোনা মুক্ত হয়েছেন। অর্থাৎ, গত দিনে ৪০,৯৮১ অ্যাকটিভ মামলা কম হয়েছে। এর আগে ১ এপ্রিল ৮১,৪৬৬ টি নতুন করোনার কেস এসেছিল।

আজ, টানা ৩০ তম দিনে দেশে করোনার ভাইরাসের নতুন কেসের তুলনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ১১ ই জুন অবধি সারাদেশে ২৪ কোটি ৯৬ লক্ষ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ৩৪ লক্ষ ৩৩ হাজার টিকা দেওয়া হয়েছিল। একই সময়ে এ পর্যন্ত ৩৭ কোটি ৬২ লক্ষ করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ২০ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৪ শতাংশের বেশি।

আজ দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনার কেস – ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫ টি।
মোট টেস্ট – ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ টি।
মোট আকটিভ কেস – ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ টিম
মোট মৃত্যু- ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জন।

দেশে করোনায় মৃত্যুর হার ১.২৪ শতাংশ এবং পুনরুদ্ধারের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। আকটিভ কেস ৪ শতাংশেরও নীচে নেমে এসেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ৫ হাজারের নীচে নামলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৮৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। এরপর রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৫,১৯২ জন।

স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৪,৩২১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৬,৭৩১ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular