Homeএখন খবর৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে...

৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল

নিউজ ডেস্ক: দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ভারতের বিভিন্ন জেলায় বাড়ছে করোনার প্রকোপ। রাজধানী, দুরন্ত-সহ ২৮টি স্পেশ্যাল ট্রেন বাতিল করল ভারতীয় রেল। আগামী রবিবার ৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল।

দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই ট্রেনের পরিষেবাগুলি বন্ধ রাখা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রেলমন্ত্রক উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবারই ভারতীয় রেলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতেই রাজধানী, দুরন্ত-সহ ২৮টি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে গত বছর লকডাউনের সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে আনলক পর্যায়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বেশ কয়েকটি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হয়। তারপর রাজধানী, দুরন্ত-সহ বেশি কিছু স্পেশ্যাল ট্রেনের পরিষেবাও চালু হয়। কিন্তু দেশে ফের একবার থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। উর্ধ্বমুখী করোনার গ্রাফ। একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন বা আংশিক লকডাউন।

রাজ্য সরকার পশ্চিমবঙ্গেও কোভিড মোকাবিলায় আপাতত লোকাল ট্রেন বন্ধের নির্দেশ দিয়েছে। তাছাড়া আক্রান্ত হয়েছেন বহু রেলকর্মী থেকে শুরু ট্রেনের চালক। করোনার ভয়ে কমে গিয়েছে যাত্রীসংখ্যাও।

RELATED ARTICLES

Most Popular