Homeটেক আপডেটকরোনা মোকাবিলায় এবার ভারতেও শুরু হচ্ছে রবোটের ব্যবহার

করোনা মোকাবিলায় এবার ভারতেও শুরু হচ্ছে রবোটের ব্যবহার

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের প্রায় সবগুলি রোবটের ব্যবহার শুরু করে দিয়েছেন।
এবার ভারতও করোনা মোকাবিলায় রোবটের ব্যবহার শুরু করতে চলেছে। অন্যান্য দেশগলিতে রোবট ব্যবহারের ফলে হসপিটাল গুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের অনেকটা পরিমাণের সুবিধা করে দিয়েছে। এই রোবট সমস্ত রোগের ওষুধ পত্র খাবার-দাবার স্যানিটাইজার বিলি ইত্যাদি কাজে রোবট গুলিকে কাজ করছে।

করোনাভাইরাস এখনো পর্যন্ত কোনো টিকা আবিষ্কার হয়নি এবং এর ওষুধ একটিমাত্র যেটি হল সোশ্যাল ডিসটেন্সিং এই রোবট সমস্ত রোগীদের সেবা যত্ন করছে এর ফলে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন বেশি পড়ছে না এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে

ভারতের বেশ কিছু কোম্পানির স্টার্টআপ রোবট তৈরি করার কাজ করছে যেমন জয়পুরের সাই মান সিং  নামক একটি সরকারি হসপিটালে হিউম্যানেয়েডে রোবট নিয়ে ট্রায়ালে কাজ করছে। এ রোবট ব্যবহারের ফলে সমস্ত মেডিকেল স্টাফদের সুরক্ষিত রাখা যাচ্ছে।
এবং কেরলের একটি স্টার্ট-আপ কোম্পানি রোবট তৈরি করেছে যেটি তিন চাকার। এ রোবটটি আইসোলেশন থাকা ব্যক্তিদের বিভিন্ন ভাবে সেবাযত্ন করে চলেছে।

RELATED ARTICLES

Most Popular