নিউজ ডেস্ক: শুক্রবার ফের নতুন রেকর্ড করোনার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজারের বেশি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। এদিন স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬-এ। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩,৪৯৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ১৫ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে করোনা রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা, যেখানে বলা হয়েছে যে, এবার থেকে যে সমস্ত করোনা আক্রান্ত রোগী অথবা শরীরে করোনার অল্প লক্ষণ রয়েছে এমন ব্যক্তিরা বাড়ির ভিতরেও থ্রি লেয়ার যুক্ত মেডিক্যাল মাস্ক ব্যবহার করবেন। সংক্রমণের দ্রুত বিস্তার রুখতে ঘরের ভিতরেও এই মাস্ক পড়া এবং পরিবারের সকলের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত জরুরি।
শুধু তাই নয়, কোভিড রোগীদের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত করোনা আক্রান্ত রোগীরা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তাঁদের জন্য থ্রি লেয়ার যুক্ত মেডিক্যাল মাস্ক আবশ্যক। এছাড়াও যে ঘরে রোগী থাকছেন সেই ঘরে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেইদিকেও খেয়াল রাখা জরুরি। এই সময় মাস্ক ব্যবহার ও তা জীবাণুমুক্ত করার দিকেও নজর রাখা উচিৎ।
দেশের পাশাপাশি বঙ্গেও করোনার দাপট অব্যাহত। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন।