গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬ টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার।এদিন বেলা ১ টার সময় কাটোয়ার জগদানন্দপুর পঞ্চায়েতের উদ্যোগে ও রুপায়ণে পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র ও হস্ত তাঁতশিল্প দফতরের আর্থিক অনুদানে ঘোড়ানাশ গ্রামে তাঁতশিল্পীদের জন্য নবনির্মিত ক্লাস্টার ভবনের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখান থেকেই আরোও ৫ টি প্রকল্পের উদ্বোধনও করেন মন্ত্রী।এরপর একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায়, কাটোয়া ২ নং ব্লকের বিডিও শমীক পাণীগ্রাহী, কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,জেলাপরিষদের সদস্যদ্বয় তুষার সামন্ত,মণ্ডল আজিজুল,কাটোয়া ২ নং ব্লকের সিডিপিও শরৎ হাজরা,কাটোয়া ১নং ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল,কাটোয়ার হ্যাণ্ডলুম অফিসের আধিকারিক সহ প্রমুখ।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায়,৫৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ টি প্রকল্প তৈরি হয়েছে।কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬টি প্রকল্প হল ঘোড়ানাশ গ্রামে তাঁতশিল্পীদের জন্য ক্লাস্টার ভবন,মুস্থূলী পাঁচবেড়িয়া হাটতলায় রবীন্দ্র মার্কেটের দোতলার উপর ভবন,জগদানন্দপুর গ্রামে স্বনির্ভর গোষ্ঠীদের জন্য প্রশিক্ষণকেন্দ্রের ভবন,আখড়া-বিষ্ণুপুর গ্রামে বাসযাত্রী প্রতীক্ষালয়,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাহেবতলা স্টেশনের কাছে গ্রামীণ হাট,বীরবেগুন গ্রামে অঙ্গনওয়াড়ী কেন্দ্র।ঘোড়ানাশ গ্রামে তাঁতশিল্পীদের ক্লাস্টার ভবনটি জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে ৬লক্ষ ১৫ হাজার ৮৪৩ টাকা ব্যয়ে তৈরি হয়েছে।এই এলাকার অনেক তাঁতশিল্পী রয়েছে।ক্লাস্টার ভবনটি তৈরি হওয়ার ফলে তাঁতিদের কাজের সুবিধা হল বলে জানান মন্ত্রী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলায় ১৭ লক্ষ ৭১ হাজার ৫৫১ টাকা ব্যয়ে রবীন্দ্র মার্কেটের দ্বিতল ভবনটি তৈরি হয়েছে।বীরবেগুন গ্রামে ৬ লক্ষ ৯৫ হাজার ৮৮ টাকা ব্যয়ে আদর্শ অঙ্গনওয়াড়ী কেন্দ্র তৈরি হয়েছে।আখড়া-বিষ্ণুপুর গ্রামে ৫ লক্ষ ৩৭ হাজার ৬৫৬ টাকা ব্যয়ে যাত্রী প্রতীক্ষালয়টি তৈরি হয়েছে।জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খুব ভাল কাজ করছে এবং পঞ্চায়েতের এরকম উদ্যোগকে ভূয়শ্রী প্রশংসা করেন শ্রী দেবনাথ ।