নিউজ ডেস্ক: শিলিগুড়ি হবে কার? অশোক না শঙ্করের?সেদিকে তাকিয়েছিল সকলে। বিধানসভায় তৃতীয় রাউন্ডে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র এবং তৃতীয় স্থানে রয়েছেন সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।
অন্যদিকে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন আনন্দময় বর্মন। প্রথম রাউন্ডে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। যদিও এই বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার প্রথম রাউন্ডে ৬. ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। ফাঁসিদেওয়া বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। পাশাপাশি দার্জিলিং বিধানসভায় বিনয়পন্থী মোর্চার প্রার্থী কেশব রাজ শর্মা এগিয়ে রয়েছেন। কার্শিয়াঙে এগিয়ে রয়েছেন বি পি শর্মা। কালিম্পং বিধানসভায় এগিয়ে রয়েছেন বিনয়পন্থী মোর্চার রুদেন সাদা লেপচা।
প্রথম রাউন্ড ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। সেই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে রয়েছেন শিখা চট্টোপাধ্যায়।
ফলাফল চূড়ান্ত নয়, তবে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে।