Homeএখন খবরলকডাউনেই ঘরে বসেই জয়েন্ট এন্টার্ণ্স পরীক্ষার প্রস্তুতিতে অনলাইন প্রশিক্ষনে আইআইটি খড়গপুর

লকডাউনেই ঘরে বসেই জয়েন্ট এন্টার্ণ্স পরীক্ষার প্রস্তুতিতে অনলাইন প্রশিক্ষনে আইআইটি খড়গপুর

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের জন্য দেশ থমকে গেলেও সময় থমকে যাচ্ছেনা, নিয়ম মেনেই পেরিয়ে যাচ্ছে ঘন্টা, দিন এমনকি মাসও। অথচ লকডাউনে অচল হয়ে থাকা জনজীবনে অনেকের মতই গভীর সংকটে সেই সব পড়ুয়ারা যাঁরা জয়েন্ট এন্টার্ণ্স প্রস্তুতি নিচ্ছিলেন। তারা কোনও শিক্ষকের কাছে যেতেই পারছেন না যাঁদের কাছে তারা এতদিন প্রশিক্ষন নিচ্ছিলেন। অথচ হাতে সময় নেই, মাস দুয়েকের মধ্যেই বসতে হবে প্রবেশিকা পরীক্ষায়।

যদিও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন লকডাউনের পরিপ্রেক্ষিতে জেইই এবং এনইইটির মে মাসের শেষে প্রস্তাবিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। মন্ত্রী পোখরিয়াল শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন, এই বাড়তি সময়টুকুর যেন সদ্ব্যবহার করেন এবং পরীক্ষার প্রস্তুতি আরও ভাল ভাবে নিতে থাকেন। কিন্তু কী ভাবে প্রস্তুতি নেবে তারা?
এই অবস্থায় শিক্ষার্থীদের পাশে এগিয়ে এসেছে আইআইটি খড়গপুর। পড়ুয়ারা যাতে ঘরে বসেই তাদের প্রস্তুতি অব্যাহত রাখতে পারে তার জন্য অনলাইন পদ্ধতিতে ই-লার্নিং উপকরণ রয়েছে তা নিশ্চিত করার জন্য, আইআইটি খড়গপুর একটি জেইই প্রস্তুতির মডিউল তৈরি করেছে যা ভারতের জাতীয় ডিজিটাল লাইব্রেরি অফ প্ল্যাটফর্মে নিখরচায় পেতে পারেন।

এনডিএলআইয়ের যুগ্ম-অধ্যক্ষ তথা পরীক্ষক অধ্যাপিক পার্থ প্রতিম দাশ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন , “সমাধানগুলি প্রাক স্নাতক শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে প্রস্তুত করা হয়েছে যারা জেইইর প্রাথমিক পর্ব পেরিয়ে এসেছেন।” দাশ বলেন “এখানে বিভিন্ন প্রশ্নের সমাধানগুলি বহুমুখি পদ্ধতি ব্যবহার করে করা হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের পছন্দের পদ্ধতিগুলি বেছে নিতে পারে। পাশাপাশি আমরা আরও ওই সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য বেশ কিছু রেফারেন্স উপকরণ সরবরাহ করেছি, যাতে শিক্ষার্থীরা আরও বিষয়গুলি অন্বেষণ করতে পারে। “করোনার আশংকা এবং সেই পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া লকডাউনকে মাথায় রেখেই এই অনলাইন ই-লার্নিং উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘করোনা আউটব্রেক: হোম স্টাডি।’ এই বিশেষ মডিউল ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে যাতে জেইই অ্যাডভান্সডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এখানে সংবদ্ধ করা বিস্তৃত ডিজিটাল সামগ্রী সুযোগ গ্রহন করতে পারেন। এবং ব্রাউজ করার জন্য ‘করোনা আউটব্রেক: হোম স্টাডি’ কী ওয়ার্ড ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীরা করোনার প্রাদুর্ভাব মডিউল এর অধীনে স্কুল বিকল্পটি ব্রাউজ করতে পারে বা প্রাসঙ্গিক কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান করতে পারে।

ডেভলপারদের পরামর্শ যে,’আরও ভাল সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কোনও বিধিনিষেধ ছাড়াই এই সুযোগ সুবিধা পাওয়া যাবে। এনডিএলআই বা জাতীয় ডিজিটাল লাইব্রেরীর ওয়েব অ্যাপ ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও এই সুবিধা পাওয়া যাবে। আর আরও কি কি পদ্ধতি এখানে যুক্ত করার দরকার বলে মনে করছেন শিক্ষার্থীরা সেই পরামর্শ দেওয়ার সুযোগও এখানে থাকছে বলে জানা গেছে।লকডাউন সময়কালে এই প্ল্যাটফর্মটি থেকে শিক্ষার্থীরা প্রভূত উপকৃত হবে এমনটাই আশা প্রকাশ করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে।

RELATED ARTICLES

Most Popular