Homeএখন খবরআইআইটির দুয়ার থেকেই উদ্ধার বস্তা ভর্তি গাঁজা, সেবনের তালিকায় অধ্যাপকরাও ! গ্রেপ্তার...

আইআইটির দুয়ার থেকেই উদ্ধার বস্তা ভর্তি গাঁজা, সেবনের তালিকায় অধ্যাপকরাও ! গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা: এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা! খোদ আইআইটি খড়গপুরের দুয়ার ঘেঁষেই চলছিল গাঁজা বিক্রির চরম রমরমা। সোমবার সন্ধ্যাবেলায় সিআইডির নারকটিকস বিভাগ,  খড়গপুর টাউন থানার সাহায্য নিয়ে আইআইটির প্রধান ফটকের মাত্র ৫০মিটারের মধ্যেই একটি বাড়িতে হানা দিয়ে ২৭কেজির গাঁজার বস্তা সমেত এক যুবককে গ্রেপ্তার করল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নারকটিকস বিভাগের একটি দল খড়গপুর টাউন থানার পুলিশের একটি দল নিয়ে ঘিরে ফেলে পুরিগেট সংলগ্ন একটি বাড়ি। পুরিগেট থেকে হিজলী স্টেশন যাওয়ার পাকা রাস্তার বাঁদিকে রেল লাইন টপকে ঘিরে ফেলা হয় বাড়িটিকে। এরপরই বাড়ির ভেতরে ঢুকে সঞ্জয় দলুই নামে ওই যুবককে প্রথমে আটক করা হয়। এরপর তাকে নিয়ে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্লাস্টিকের বস্তায় রাখা ওই গাঁজা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার মুল্য প্রায় ২.৫লক্ষ টাকা। পুলিশ আরও জানিয়েছে ছোট ছোট পুরিয়া বানিয়ে এই গাঁজা খদ্দেরদের বিক্রি করত সঞ্জয় আর সেই খদ্দেরদের সিংহভাগই ছিল আইআইটির ছাত্ররা। গোয়েন্দাদের আরও অবাক করে সঞ্জয় জানিয়েছে যে কয়েকজন অধ্যাপকও তার কাছ থেকে গাঁজা কিনত। এছাড়াও স্থানীয় বেশ কিছু যুবক ও ব্যক্তি তার নিয়মিত খরিদ্দার ছিল।

গোয়েন্দা সুত্র মারফৎ জানা গেছে ছাত্রদের মধ্যে গাঁজা সেবনের পরিমান বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন আইআইটি কর্তৃপক্ষই সরাসরি কলকাতার ভবানীভবনে সিআইডির সদর দপ্তরে আভিযোগ জানিয়েছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার এই সান্ধ্য অভিযানে নামে। গত কয়েকদিন ধরেই নির্দিষ্ট সুত্র মারফৎ গোয়েন্দারা নজরদারি শুরু করেছিল এই এলাকায়। ছাত্ররা ক্যাম্পাস থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে সবই নজরে রাখা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি সুত্র মারফৎ জানা গেছে খুবই নিম্নমানের চায়ের দোকানে ছাত্রছাত্রীদের অবাক করা ভিড়, দোকানের সংলগ্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা তাদের আড্ডা খুবই বিস্মিত করে গোয়েন্দাদের। সেই দোকান ও তার আশপাশে কড়া নজরদারি চালিয়ে সন্দেহভাজন ওই বাড়িটিকে চিহ্নিত করা হয়। এরপরই সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে আচমকাই এই তল্লাশি করা হয় এবং সাফল্য পাওয়া গেছে। 

RELATED ARTICLES

Most Popular