Homeএখন খবরআপনার পা ধরলে যদি খুশি হন তাই ধরব কিন্তু এই নোংরা খেলা...

আপনার পা ধরলে যদি খুশি হন তাই ধরব কিন্তু এই নোংরা খেলা ছাড়ুন! মুখ্যসচিবের বদলি প্রসঙ্গে মোদিকে তীব্র শ্লেষ মমতার

নিউজ ডেস্ক:  “আপনি প্রধানমন্ত্রী, আপনার দুটো পায়ে ধরলে যদি খুশি হন, আমি তাও করতে পারি। কিন্তু, দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। মুখ্যসচিবের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বন্ধ করুন। দয়া করে এই চিঠি ফিরিয়ে নিন।“ আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব নিয়ে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একেই নারদ কাণ্ড নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এখনও দগদগে। এরই মাঝে আগামী ৩১ তারিখ দিল্লিতে কাজে যোগ দিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে কেন্দ্র। মুখ্যসচিবকে অব্যাহতি দিতে রাজ্যকেও দেওয়া হয়েছে চিঠি। আর এই নিয়েই আবারও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত।

বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে শুক্রবারেই সরব হয়েছিল তৃণমূল। এরপর শনিবার এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলার হার হজম করতে না পেরে প্রতিহিংসা থেকেই কি মুখ্যসচিবকে বদলির নির্দেশ দেওয়া হল ? রাজ্যের সঙ্গে বিনা আলোচনায় কীভাবে বদলি নির্দেশ দিল কেন্দ্র ? এটা কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। মুখ্যসচিব বাঙালি বলে এত রাগ?”

এখানেই থেমে না থেকে মমতা বলেন, “যখন আমি দিঘায় মিটিং করতে ব্যস্ত ছিলাম, তখন হঠাৎ একটি চিঠি পেয়ে চমকে উঠি। মুখ্যসচিবকে পাঠানোর চিঠি আসে। মুখ্যসচিবের ভুল কী ছিল ? তিনি আমার সঙ্গে কাজ করছিলেন। ওঁর ৩১ মে অবসর নেওয়া কথা ছিল। হ্যাঁ, তিনি ৩ মাস বেশি থাকছেন। করোনার কারণে আমরা তাঁর তিন মাসের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়েছিলাম।”

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নির্দেশ প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, ‘‘মুখ্যসচিবের বিরুদ্ধে প্রতিহিংসা কেন? আমাকে অপছন্দ করতে পারেন। আমার অফিসারদের অপমান করছেন কেন? বাংলা ও বাঙালিদের প্রতি এমন মনোভাব কেন? আলাপনের কী দোষ? উনি তো আমার সঙ্গে গিয়েছিলেন।’’

প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য়ের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে গিয়েছিলেন মমতা। ইয়াসের কারণে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত রিপোর্টও দেন তিনি। এরপর রাতেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ পাঠানো হয় কেন্দ্রের পক্ষ থেকে। আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কাজে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ পাঠানো হয়েছে বলে এদিন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহারেরও আবেদন জানিয়েছেন তিনি। মমতা বলেছেন, আপনি পিএম, প্রয়োজনে আপনার পা ধরতেও রাজি আমি। কারণ আমার কাছে আমার ফার্স্ট প্রাইওরিটি বাংলার মানুষ। তাদের জন্য এবং দেশের জন্য আমি এতুকু করতে পারি। কিন্তু দয়া করে এই রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যসচিব পদে ৩১ মে-ই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষ দিন ছিল। মে মাসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৬০ বছর বয়স হয়েছে। কিন্তু নবান্ন সূত্রে খবর, তার আগেই কেন্দ্রের কাছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিন মাসের এক্সটেনশন চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। কারণ রাজ্যের করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মুখ্যসচিব। দিল্লির অ্যাপয়েনমেন্ট কমিটি অফ ক্যাবিনেট সেটার অনুমোদন দেয়। কিন্তু শুক্রবারেই চিঠি দিয়ে জানানো হয়, তিন মাস মঞ্জুর করা হল। কিন্তু দিল্লিতে এসে কাজ করতে হবে তাঁকে। নর্থ ব্লকের কর্মিবর্গ মন্ত্রকে রিপোর্টিং করতে বলা হয় ৩১ মে সকাল ১০টায়।

RELATED ARTICLES

Most Popular