নিউজ ডেস্ক: ওদের মাথায় উকুন হয়েছে বলে তো আমি বাছতে যাব না। আমি ঠেকাতেও যাব না,’ গেরুয়া শিবিরের প্রার্থী নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ প্রসঙ্গে এইভাবেই মন্তব্য করলেন বীরভূমের কেষ্ট তথা অনুব্রত মন্ডল।
শুক্রবার বিকেলে বোলপুরের তৃণমূল কংগ্রেস জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত বলেন, ‘কার দলে কী হয়েছে সে নিয়ে কোন মাথা ব্যাথা নেই। ওদের মাথায় উকুন হয়েছে বলে তো আমি বাছতে যাব না। আমি ঠেকাতেও যাব না।’ তিনি এদিন বিজেপিকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ওদের ঘরে আগুন লেগেছে ওরাই নেভাবে। বিজেপির প্রার্থী যেই হোক না কেন, লড়াই হবে, খেলা হবে।’ অনুব্রতর ভাষায়, ‘মোহনবাগান কোনও দিন ছোট টিমের সঙ্গে খেলে নাই? খেলায় ছোট টিমের সাথেও খেলতে হয়।’
এদিন, বিকেলে দলীয় কার্যালয়ে জেলার দুই প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও আশিস বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী দেবব্রত সাহার সঙ্গে দলের নেতৃত্বের পরিচয় করিয়ে দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তিনি দাবী করেন, দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করবে শাসকদল।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘তৃণমূল যা বলে তাই করে। বিজেপির মত ভাঁওতা দেয় না। ২০১১ হোক বা ২০১৬ যে কোনও নির্বাচনী ইস্তেহার হাতে নিলেই দেখা যাবে, যে মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পালন করেছেন।
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকে তোপ দেগে কেষ্ট বলেন, মোদির মত মিথ্যা বলা আমাদের স্বভাব নয়।’ কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘আজ সব বিক্রি করে দিচ্ছে মোদির সরকার। রাষ্ট্রায়ত্ব সংস্থা, রেল, বিমান, ব্যাঙ্ক, এলআইসি সব বিক্রি করে দিচ্ছে। নতুন কিছু করার ক্ষমতা নাই, খালি বেচার ধান্দা।’
প্রসঙ্গত, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল মমতা ঘনিষ্ট বলেই পরিচিত। আর তাঁর বলা যে কোনও কথাই যে নজর কাড়ে তা নতুন করে আর বলার নেই। এদিনও বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে সেরকমই কিছু বললেন অনুব্রত।