নিউজ ডেস্ক: সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রবার্ট বঢরা। সেজন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ৩ রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে তাই না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শুক্রবার কংগ্রেস সাধারণ সম্পাদক ট্যুইটারে লিখিত এবং ভিডিও বার্তা পোস্ট করে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছিলেন, বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি লিখেছেন, ‘‘চিকিৎসকদের পরামর্শে আমাকে কিছু দিনের জন্য নিভৃতবাসে (আইসোলেশন) যেতে হচ্ছে। দুর্ভাগ্যবশত আজ অসম, আগামিকাল তামিলনাড়ু এবং পরশু কেরলের নির্বাচনী প্রচার বাতিল করতে হচ্ছে। যেতে না পারার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। যে প্রার্থীদের জন্য আমার প্রচারে যাওয়ার কথা ছিল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, আপনারা সকলেই ভাল ফল করবেন। ভোটে কংগ্রেস জয়ী হবে।’’
প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিধানসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই অসম এবং কেরলে গিয়েছেন। বস্তুত, অসমের ভোটে কংগ্রেসের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটে প্রচারের জন্য শুক্রবার সে রাজ্যে যাওয়ার কথা ছিল তাঁর।