ভেঙে পড়া হেলিকপ্টার |
নিজস্ব সংবাদদাতা: দু’দশক জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন বাস্কেটবলের দুনিয়া। বিশ্বজুড়ে আজও প্রবল খ্যাতি তাঁর। হঠাৎই থেমে গেল সব। রবিবার হাহাকারের মত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মর্মান্তিক সংবাদ। ১৩বছরের কন্যাকে নিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবদন্তি এনবিএ তারকা কোবে ব্রায়ান্ট। মাত্র ৪১ বছরে এই নক্ষত্র পতনে শোকস্তব্ধ ক্রীড়া দুনিয়া।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রিয়তমা কন্যা জিয়ানাকে নিয়ে একটি বেসরকারি হেলিকপ্টারে উঠেছিলেন কোবে। প্রমান সাইজের হেলিকপ্টারে ছিলেন আরও সাতজন যাত্রী এবং ক্রু মেম্বাররা। উড়ান শুরু করার কিছুক্ষনের মধ্যেই পশ্চিম লস এঞ্জেলসের কালাবাসাসের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। মৃত্যু হয় কিংবদন্তি ও তাঁর মেয়ের। দুর্ঘটনায় কাউকেই বাঁচানো যায়নি বলেই জানা যাচ্ছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান দমকল কর্মীরা। কিন্তু কাউকেই রক্ষা করা সম্ভব হয়নি।
সকন্যা কোবে |
১৯৭৮ সালের ২৩ আগস্ট ফিলাডেলফিয়ায় জন্মেছিলেন কোবে। ১৯৯৬ সালে হাই স্কুল থেকে বেরিয়েই এনবিএ-তে যোগ দিয়েছিলেন। আর শুরুতেই ল্যাকার্সের নজর কাড়েন। বাকিটা ইতিহাস। পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবে ব্রায়ান্ট। অলিম্পিকে জোড়া সোনা রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্ব বাস্কেটবল ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম তিনি। লস এঞ্জেলস ল্যাকার্সে প্রায় দু’দশকের কেরিয়ার তাঁকে বাস্কেটবলের মুখ করে তুলেছিল। তবে বিতর্কও পিছু ছাড়েনি তাঁর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ১৯ বছরের তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তবে শেষমেশ ঘটনাটির আদালতের বাইরেই মীমাংসা হয়ে যায়। বাস্কেটবল কেরিয়ারে এবং তার বাইরেও অগুনতি পুরস্কার রয়েছে কোবের ঝুলিতে।এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে ঘটনাস্থলে ভিড় জমান প্রায় ২০০ জন মানুষ। অনেকের গায়েই ছিল ব্রায়ান্টের জার্সি। কিংবদন্তি ও তাঁর কন্যার আকস্মিক প্রয়াতে শোকাহত অনুরাগীরা।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মারাও।