ডিজিটাল ডেস্ক: কোন ভাইরাসের সাথে মোকাবিলার জন্য ডিজিটাল মাধ্যমকে বেশি পরিমাণে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এবার করোনা সমীক্ষার জন্যে সাধারণ নাগরিকদের ফোন করবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক (MoHFW) করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাই এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের মতামতের স্বার্থে
১৯২১ নম্বর থেকে ফোন যাবে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের কাছে।
একটি বিবৃতিতে তারা জানিয়েছে সমস্ত সাধারণ মানুষদেরকে করোনা পরিস্থিতিতে তাদের মতামত জানানোর অনুরোধ জানানো হয়েছে তবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক থেকে জানানো হয়েছে সমীক্ষার জন্য ১৯২১ ছাড়া যদি অন্য কোন নাম্বার থেকে ফোন করে কোনো ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় তাহলে তারা যেন শীঘ্রই রিপোর্ট করেন।
আরো জানা গেছে যে সংশ্লিষ্ট নাগরিকের রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা ভাইরাস মোকাবিলায় কী কী উদ্যোগ নিয়েছে তাও তাদেরকে ফোনের মাধ্যমে জানানো হবে তবে এই ফোন কবে থেকে নাগরিকদের কাছে আসবে তা এখনও জানা যায়নি