ভবানী গিরি : করোনা সংক্রান্ত সরকারি বিধি মেনে এবার সতর্কতা মূলক ব্যবস্থা নিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বৈষ্ণব তীর্থ ঠাকুরবাড়ির পরিচালকরা। ভাইরাসের আতঙ্কে মানুষ যখন থরহরিকম্প ঠিক তখনই সংক্রমণ আটকাতে বিশেষ ব্যবস্থা নিল শ্রী পাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবন কতৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা থেকে গুপ্ত বৃন্দাবনের গোবিন্দ মন্দির থেকে শুরু করে সমস্ত শ্রীপাটে ভক্তদের প্রবেশের পূর্বে হাত- পা সাবান দিয়ে ধোয়া বাধ্যতামূলক করা হল।
এদিন সেই মতো মুল গেটের সামনে একটি জলের কলের ব্যবস্থা করেছেন কতৃপক্ষ। সঙ্গে সাবান এবং হ্যান্ড ওয়াস এর ব্যবস্থা রয়েছে। এদিন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী জানান- ‘ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন এই কামনা আমরা সবসময় করছি। কিন্তু প্রতিদিন প্রচুর ভক্ত গুপ্ত বৃন্দাবনে আসেন তাই সংক্রমণ রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ গোবিন্দ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কল্যান বারিক বলেন- মহন্ত মহারাজের দর্শন পেতে প্রচুর ভক্ত আসেন, কিন্তু সরকারি ভাবে যেহতু জমায়েত নিষিদ্ধ রয়েছে। তাই একসঙ্গে মন্দির এবং গুপ্ত বৃন্দাবনে প্রবেশ না করে ভক্তরা যাতে অল্প অল্প করে মাহারাজকে এবং মন্দির দর্শন করেন সেদিকে সর্বদা নজর রাখা হচ্ছে।
যদিও এই ব্যবস্থা যথেষ্ট কিনা সেদিকে নজর রাখছেন পুলিশ ও স্থানীয় স্বাস্থ্য কর্তারা। রাজ্যে চালু হয়েছে মহামারি প্রতিরোধ আইন আর সেই আইনের কবলে বিভিন্ন মন্দির , সেবামূলক প্রতিষ্ঠান একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ঠাকুরবাড়ি কতদিন খোলা থাকে সেটাই এখন দেখার।