Homeএখন খবরকরোনা সংক্রমণ রুখতে বন্ধ হল গোপীবল্লভপুরের সমস্ত পর্যটন কেন্দ্র

করোনা সংক্রমণ রুখতে বন্ধ হল গোপীবল্লভপুরের সমস্ত পর্যটন কেন্দ্র

ভবানী গিরি: ওড়িশা ঝাড়খন্ড সীমান্তের স্বপ্নের হাতিবাড়ি থেকে সুদুর সাইবেরিযয়া থেকে আসা পরিযায়ী পাখিদের আশ্রয় স্থল ঝিল্লি পাখিরালয় করোনা ভাইরাসের সংক্রমন রুখতে বন্ধ করে দিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন। রাজ্যের নির্দেশের পরেই বুধবার থেকে বন্ধ করে দেওয়া হল ব্লকের সমস্ত পর্যটন কেন্দ্র।

 

ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী ঝিল্লি পাখিরালয় থেকে শুরু করে গোপীবল্লভপুর বাজারের সুবর্ণরেখা নদী তীরবর্তী ইকো পার্ক,সমস্ত পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিন সাধারণ মানুষের জন্য বন্ধ করা হল বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের সীমান্ত ঘেরা অবস্থানে থাকায় প্রতিদিন সীমান্ত চেকপোস্ট গুলোতে চলছে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের নাকা চেকিং। স্বাস্থ্য কর্মীরা সর্বদা নজর রাখছেন যাতে কোন প্রকার এলাকায় নভেল করোনা না ছড়িয়ে পড়ে।

 

ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান, এলাকায় করোনা সংক্রমণ রুখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জামায়াত আটকাতে আগামী ১৫ দিন বন্ধ থাকবে ব্লকের সমস্ত পর্যটন কেন্দ্র। এলাকার মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন করেন বিডিও।

RELATED ARTICLES

Most Popular