Homeটেক আপডেটএবার থেকে ভিডিও কলিং আ্যপ গুগল ডুয়ো ব্যবহার করা যাবে ডেস্কটপেও

এবার থেকে ভিডিও কলিং আ্যপ গুগল ডুয়ো ব্যবহার করা যাবে ডেস্কটপেও

ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গুগলের নিজস্ব ভিডিও কলিং অ্যাপ গুগল ডুয়ো এবার ডেক্সটপেও করা যাবে ভিডিও কলিং। এই ভিডিও কলিং পরিষেবাটি ব্যবহার করতে গেলে শুধুমাত্র একটি গুগোল অ্যাকাউন্ট হলেই হবে। অ্যাপটি ক্রোমে বা অন্য ব্রাউজারে ব্যবহার করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রিভিউ হিসেবে ফিচারটি সবার ডিভাইসে পৌঁছে যাবে।

এছাড়াও, ডুয়োতে যুক্ত হচ্ছে ফ্যামিলি মোড। এই ফিচার দিয়ে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার ব্যবহার করা যাবে। ভিডিও কলের সময় মিউট ও হ্যাং আপ বাটন দেখাবে না গুগল। ফলে ইচ্ছামতো ডুডল আঁকা যাবে। ভুল করে সাউন্ড অফ বা ফোন কেটে দেওয়ার আশংকাও এক্ষেত্রে থাকবে না।

ভিডিও কলিংয়ে অন্যদের ইনভাইট করতে হলে একটি লিঙ্ক তাদেরকে পাঠিয়ে দিতে হবে যার মাধ্যমে তারা ভিডিও কলিং এ এন্টি নিতে পারবেন। গুগল ডুয়ো চালু হয় ২০১৬ সালে। ভূগোলের জনপ্রিয় এই ভিডিও কলিং অ্যাপ গুগোল ডুয়ো আ্যপটি সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে আগের থেকে ইন্সটলেড থাকে। ডুয়োর ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন একসঙ্গে যোগ দিতে পারেন।

RELATED ARTICLES

Most Popular