Homeএখন খবরসাধের ফুচকা খেয়ে গোপীবল্লভপুরে অসুস্থ ১৮,ভর্তি হাসপাতালে, সতর্ক করল স্বাস্থ্য দপ্তর

সাধের ফুচকা খেয়ে গোপীবল্লভপুরে অসুস্থ ১৮,ভর্তি হাসপাতালে, সতর্ক করল স্বাস্থ্য দপ্তর

সার দিয়ে হাসপাতালে ভর্তি ১৮জন 

নিজস্ব সংবাদদাতা : ফুচকা দেখলেই যাদের জিভে জল আসে আর সব চেয়ে সাধের খাবার বলে মনে করেন তাঁদের জন্য খবরটা একটু মন খারাপের হতে পারে। কারন এই ফুচকা খাওয়ার পর প্রচণ্ড পেটের যন্ত্রনা আর বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার ১৮ জন। ঘটনা সাতমা অঞ্চলের পায়রাকুলি গ্রামের। অসুস্থদের বেশিরভাগটাই শিশু, তবে কয়েকজন মধ্যবয়সীও রয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার পায়রাকুলি গ্রামে একটি ফুচকা দোকান থেকে ফুচকা খাওয়ার পর এই ১৮ জন অসুস্থ হয়ে পড়েন।সবার বমি এবং পায়খানা শুরু হতেই ভর্তি হন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা বেশি খারাপ। এদিন অসুস্থদের দেখতে হাসপাতালে যান গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি অসুস্থ ব্যক্তিদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন এবং ডাক্তারদের প্রয়োজনীয় চিকিৎসা করাতে বলেন। এদিকে পরিছন্ন ও নিরাপদ পরিবেশ ছাড়া যেমন তেমন জায়গা থেকে ফুচকার মত খাদ্য গ্রহনের ব্যাপারে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনে ওই দোকানের খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন।  

RELATED ARTICLES

Most Popular