ওয়েব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আন্তর্জাতিক বাজারে ক্রমশ ঊর্ধ্বমুখী সোনার দাম। এর জেরে ভারতের বাজারে সোনার দাম বাড়ছে। চলতি মাসের প্রথমদিকে সোনার দাম কমলেও পুজোর মুখে গত দু’দিনে ফের ঊর্ধমুখী সোনা। সোমবার, মঙ্গলবারের পর বুধবারও এ দেশে দাম বেড়েছে হলুদ ধাতুর। গত অগস্টে এদেশে রেকর্ড গড়েছিল সোনা দর। সে সময় ভারতে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৫৬,২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
বুধবার সকালে বাজার খুলতেই ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার ০.২৭ % বৃদ্ধি পায়। এর জেরে বুধবার ভারতে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫১,০৪৭ টাকা। অন্যদিকে, সোনার পাশাপাশি এদিন রুপোর দামেও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বুধবার রুপোর ফিউচার প্রাইস ০.৬০% বেড়েছে। এর ফলে বুধবার কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,৫০৫ টাকা। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি।
এদিকে এদিন আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩% বেড়ে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ১৯১২.১১ মার্কিন ডলার। অন্যদিকে, বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি রুপোর দাম বেড়েছে প্রায় ০.৭%। এর ফলে এদিন প্রতি আউন্সে রুপোর দাম দাঁড়িয়েছে ২৪.৮২ মার্কিন ডলার। তবে এদিন বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে প্ল্যাটিনামের দামও। বুধবার ০.৩% বৃদ্ধি পেয়ে প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৭৩.৮৯ মার্কিন ডলার।