ওয়েব ডেস্ক : একেই করোনা পরিস্থিতি তারওপর মার্কিন মূলুকে ভ্যাক্সিন নিয়ে তোড়জোড় এর চলতি মাসের প্রথম থেকে সোনার দামে চড়াই-উতরাই লেগেই রয়েছে। তবে প্রথম দিকে দামে কম বেশি হলেও গত সপ্তাহ থেকে ভারতীয় বাজারে ক্রমশ হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে সোনা-রুপোর দাম। বুধবার এমসিএক্স সূচকে সোনার দর ০.৫% পতনের জেরে এদিন ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৩৮৬ টাকা। একই সাথে বুধবার সোনার সাথে পাল্লা দিয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে রুপোর দাম। এদিন এমসিএক্স সূচকে ২% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬১,২৬৭ টাকা।
এ তো গেল গোটা দেশের সোনার দর। তবে বুধবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯০১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯২০৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৮২৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮২৬০০ টাকা। শুধুমাত্র বুধবার কলকাতায় ২৪ ক্যারেটে (খাঁটি সোনা) ১ গ্রাম সোনার দাম ৪৯২৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৪০৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯০১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯০১০০ টাকা। এদিকে গত অধিবেশনে ১০ গ্রাম সোনায় ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে সোনার দাম ক্রমশ নিম্নমুখী হওয়ায় প্রতি ১০ গ্রামে সোনার দাম দাঁড়ায় ৪৯,৫০০ টাকা।
এদিকে শুধুমাত্র সোনা নয় একই সাথে গত অধিবেশনে বেড়েছিল রুপোর দাম।৷ সেসময় রূপোর দাম কেজিতে ১,৯০০ টাকা বেড়েছিল। বুধবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৬২.৫০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫০০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬২৫ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬২৫০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬২৫০০ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সূচকে ০.২% বৃদ্ধি হওয়ায় প্রতি আউন্স রুপোর দাম দাঁড়িয়েছে ২৪.২২ ডলার।