ওয়েব ডেস্ক : মহাষষ্ঠীর দিনে কমলো সোনা-রুপোর দাম। বৃহস্পতিবার বিশ্ববাজারে ধস নামায় ভারতের বাজারে সোনা ও রুপোর দামে বেশ খানিকটা পতন দেখা দিয়েছে। এমসিএক্স সূচকে ০.৪৫% পতনের জেরে এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫১,১০০ টাকা। তবে শুধুমাত্র সোবা নয়, একউ সাথে এদিন ভারতের বাজারে দাম কমেছে রুপোরও। এদিন এমসিএক্স সূচকে ১.২% নিম্নমুখী হওয়ায় প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬২,৮৪৭ টাকা।
বৃহস্পতিবার এমসিএক্স সূচকের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড সূচকেও সোনার দাম অনেকটাই নিম্নমুখী। এদিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৯৩১.০১ ডলার। পাশাপাশি এদিন নিম্নমুখী রুপোর দরও। বৃহস্পতিবার স্পট সূচকে ০.৪% পতনের জেরে এদিন প্রতি আউন্সে রুপোর দর দাঁড়িয়েছে ২৪.৯৬ ডলার। তবে গত অগাস্টে ভারতীয় বাজারেও পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম রেকর্ড মাত্রায় বেড়েছিল। ওই মাসে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনা দাম ছিল ৫৬,২০০ টাকা। যা স্বাভাবিকভাবেই ভারতের বাজারে নজির সৃষ্টি করেছিল।
এদিকে ভারতের বাজারের পাশাপাশি কলকাতাতেও দাম কমেছে হলুদ ধাতুর। বৃহস্পতিবার ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫০১৩০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০১৩০০ টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেটেই নয়, একই সাথে শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটেও সোনার দাম অনেকটাই কমেছে। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫১১৩০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১১৩০০ টাকা। এদিকে সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৬৩০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৩০০ টাকা। এদিন প্রতি কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩০০০ টাকা।