নিজস্ব সংবাদদাতা:মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার হলেন কলেজের ষাটোর্ধ্ব বয়স্ক কোষাধ্যক্ষ।পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম মানিক সেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। আদালত তাকে বিচারক ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আভিযোগ গত ১০ই ডিসেম্বর মঙ্গলবার মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করেন কলেজের কোষাধ্যক্ষ মানিক সেন। ছাত্রীটি গত ১১ তারিখ বুধবার কলেজের অধ্যক্ষকে ঘটনার কথা জানান এবং লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কোষাধ্যক্ষকে ডেকে ঘটনার কথা জিজ্ঞেস করেন অধ্যক্ষ। তাতে ঘটনার কথা অস্বীকার করেন অভিযুক্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর ওই ছাত্রী পুলিশে অভিযোগ করলে, পুলিশ অভিযুক্ত কে গ্রেপ্তার করে। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা বলেন, আমি ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী। আমাদের মেডিক্যাল কলেজে চুক্তিতে ক্যাশিয়ারের কাজ করছেন। এমনিতে ভাল লোক। তবে অভিযোগ করেছে এক ছাত্রী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ পাওয়ার পর আমি অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে খোঁজও নিয়েছি। জেনেছি উনি নাকি গায়ে, মাথায় হাত দিয়ে ভাল করে পড়াশুনো করবে। বাবা মা অনেক কষ্ট করে পাঠিয়েছেন ইত্যাদি বলে থাকেন। অধ্যক্ষ আরও জানান, বিষয়টি যেহেতু পুলিশ তদন্ত করছেন তাই এ বিষয়ে তাঁর কিছু না বলাই শ্রেয়।