নিজস্ব সংবাদদাতা: আবারও সেই বিদ্যাসাগর বালিকা আবাসন নামক সরকারি হোম থেকে পালালো একাধিক কিশোরী। জানা গেছে পলাতক কিশোরীদের মধ্যে ২জন খড়গপুর ও মেদিনীপুরের। বৃহস্পতিবার ভোর বেলায় হোম কর্তৃপক্ষের নজরে পড়ে যে ৩জন কিশোরী আবাসনের প্রাচীর টপকে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া রাঙামাটির সেই সরকারি হোম থেকেই যেখানে মাত্র আড়াই মাস আগেই এপ্রিলের গোড়াতেই ৪জন কিশোরীর পালানোর ঘটনা ঘটেছিল। যদিও পরে ওই কিশোরীরা প্রত্যেকেই ফিরে আসে কিন্তু তখনই হোম কর্তৃপক্ষকে সতর্ক থাকার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছিল জেলা প্রশাসন যদিও তারপরেও যে হোমের নিরাপত্তায় যে গলদ থেকে গেছিল তা এই ঘটনায় আবার প্রমাণিত হল।
খবর পাওয়ার সাথে সাথেই ওই তিন কিশোরীর খোঁজে সম্ভাব্য তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। সতর্ক করা হয়েছে আশেপাশের থানা একলাতেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এক কিশোরীর বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়। অন্যদিকে অপর আরেকজন মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকার। আরেক কিশোরীকে মাত্র কয়েকদিন নদীয়া থেকে আনা হয়েছিল রাঙামাটির এ এই সরকারি হোমে।
সাধারণ ভাবে নাবালিকা বিবাহের মামলায় উদ্ধার হওয়া কিংবা কোনোও অপরাধের মামলায় অভিযুক্ত হওয়ায় নাবালিকাদের এখানে রাখা হয়। আবার অনাথ কিছু বালিকার ঠাঁই হয় এখানে। এই তিনজনের ক্ষেত্রে কী অভিযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বারবার এই একই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে হোমের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। মাত্র আড়াই মাসের মধ্যে ফের নতুন করে আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও।