নিজস্ব সংবাদদাতা- আর কিছুক্ষন পরেই শুরু হয়ে যাচ্ছে রাজ্যের বড় শহর গুলিতে লকডাউন আর তারই প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গের করোনা প্রথম ভাইরাস আক্রান্তের মৃত্যুর খবর চলে এল। দেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এতক্ষনে ৪১৫ ছাড়িয়েছে আর তারই মধ্যে চলে এল এ রাজ্যের প্রথম করোনা আক্রান্তের। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে দমদমের পঞ্চান্ন বছর বয়সী প্রৌঢ়র মৃত্যু হয়েছে সোমবার দুপুরে দেশের ৯০টি শহরে লক ডাউন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। দুপুরে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর হৃদরোগে মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।
সব থেকে চমকে যাওয়ার মতো তথ্য হল তিনি বিদেশে ভ্রমন তো দূর অস্ত, কোনো বিদেশ ভ্রমন করে আসা ব্যক্তিরও সংস্পর্শে আসেননি। ওই প্রৌঢ় বেশ কিছুদিন আগে ছত্তিশগড়ের বিলাসপুর গিয়েছিলেন। ২রা মার্চ পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে ফেরেন তিনি। প্রশ্ন তাহলে কী ওই ট্রেনেই কোনও করোনা আক্রান্ত ব্যক্তি ছিল ? ১৩ই মার্চ তার শরীরে জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা যায়।১৭ই মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আমরি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই রোগী বেশ কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সরকারি নির্দেশিকা এবং নিয়ম অনুসারে ওই ব্যক্তির দেহ ডিসপোজাল করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ দিয়েছেন যাতে ওই দেহ দ্রুত পুড়িয়ে ফেলা হয় । কোনো ভাবেই না যেন জীবানু দেহ থেকে বাইরে চলে আসে তা দেখারও পরামর্শ দেন তিনি।