Homeএখন খবরবুলবুলের পর কুয়াশার দাপট, গোপীবল্লভপুরে শীতের সবজি সংকটে

বুলবুলের পর কুয়াশার দাপট, গোপীবল্লভপুরে শীতের সবজি সংকটে

নিজস্ব সংবাদদাতা: সবজির সংকট যেন কাটতেই চাইছেনা সুবর্ণরেখা ডুলুং উপত্যকায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের খ্যাতি সবজির জন্য। ওই দুই নদির পলি লালিত মৃত্তিকায় উৎপাদিত শীতের সবজি জেলার সবজি ভান্ডারের অন্যতম সংযোজন। যদিও পুজার প্রাক্কালে অতি বৃষ্টি আর সাম্প্রতিক  ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে নষ্ট হয়েছে ধান সহ শীতের সব্জী চাষের।যার জেরে সব্জীর বাজার খুব চড়া। তারপরই নতুন উপদ্রব ঘন কুয়াশা। এরই মধ্যে আবার শীতের সব্জী চাষের ক্ষতি করেছে অস্বাভাবিক কুয়াশা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিনের পর দিন যেভাবে গোপীবল্লভপুরে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে চাষের ক্ষতি হবে বলে মনে করছেন এলাকার চাষিরা। গোপীবল্লভপুর ১য়ের পিড়াশিমূল, আলমপুর, ধর্মপুর এবং গোপীবল্লভপুর ২য়ের  কুরিয়ানা প্রভৃতি  সুবর্ণরেখা নদীর কুল বরাবর গ্রামের চাষিরা আশংকা করছেন,কুয়াশার কারণে ফুলকপি তার সাভাবিক রং হারিয়ে লাল হবে। অন্যদিকে পেঁয়াজ চাষ ও ক্ষতিগ্রস্থ হবে আশঙ্কা করছেন চাষিরা। আর এরফলে বাজারে যেমন কৃষকরা দাম কম পাবেন তেমনই ক্রেতাদের তা কিনতে হবে চড়া দামে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পিড়াশিমূল গ্রামের আশ্বিন গিরি, দেবনাথ বেজ, মহাবীর বেরা প্রমূখ চাষিরা জানিয়েছেন,     গোপীবল্লভপুর এলাকায় মঙ্গলবার  সন্ধ্যা থেকে বুধবার  সকাল প্রায় নটা পর্যন্ত আকাশ কুয়াশায় ঢাকা ছিল। কুয়াশার পরিমাণ এতটাই যে প্রায় ৫০ মিটার দুরত্বের বস্তুকে স্পষ্ট দেখা      যাচ্ছিল না। এই কুয়াশা যদি এরকমই চলতে থাকে তবে সবজিতে ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular