Homeএখন খবরঅকাল বৃষ্টিতে বিপর্যস্ত তমিলনাডু, ১১মহিলা ৩ শিশু সহ মৃত ১৭, বাতিল পরীক্ষা,...

অকাল বৃষ্টিতে বিপর্যস্ত তমিলনাডু, ১১মহিলা ৩ শিশু সহ মৃত ১৭, বাতিল পরীক্ষা, আরও মৃত্যুর আশংকা

নিজস্ব সংবাদদাতা: ভারত মহাসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের দরুন প্রবল বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিন দুয়ার তমিলনাডু। এখনও অবধি ১৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে ১১জন মহিলা ও ৩টি শিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি ধসে দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আরও কিছু মানুষ চাপা পড়ে রয়েছেন এমনও আশংকা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রশাসন সূত্রে জানা গেছে শনিবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে এখনও অবধি সব চেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কোয়েম্বাটোরের মেট্টুপালায়ালাম গ্রামে। যেখানে  দেওয়াল ধসে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙে পড়েছে আরও ৩টি কাঁচা বাড়ি। ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজে নামতে হয়েছে দমকলবাহিনীকে। সূত্রের খবর, এখানেই মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারত মহাসাগরের উপরে তৈরি নিম্নচাপের জেরে তামিলনাডু, পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আগাম নিরাপত্তার লাল সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই, তুতিকোরিন, তিরুভালুর, কাঞ্চিপুরম জলমগ্ন হয়ে পড়ায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষা বাতিল হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি ক্রমশ অবনতি হতে থাকায়, প্রশাসন সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৭৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তৈরি রাখা হয়েছে নৌযান। যাতে জলস্তর বাড়তে থাকলে, উপকূলের এলাকাগুলি থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যপাল কিরণ বেদী শনিবার নিজে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। রেনবো নগর, কৃষ্ণানগর, ইন্দিরা গান্ধী স্কোয়্যারের পরিস্থিতি দেখেন তিনি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পরের দু’দিন বৃষ্টিপাত জারি থাকবে। পরিস্থিতির আরও কিছুটা অবনতি হতে পারে বলে পূর্বাভাস।

RELATED ARTICLES

Most Popular