Homeএখন খবরবিশ্ব মৎস্যজীবী দিবস পালন করল মৎস্যজীবী ফোরাম

বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করল মৎস্যজীবী ফোরাম

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সারা বিশ্বের সাথে পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে সাড়ম্বরে পালিত হয় ২৭ তম বিশ্ব মৎস্যজীবী দিবস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যের মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনার ঝাড়গ্রাম জেলার জেলা কমিটির, ব্লক কমিটি গ্রাম কমিটি সমুদ্র উপকূলে র বিভিন্ন কটি কমিটি দিবসটি পালন করেন। নদীয়া জেলায় পদযাত্রা,আলোচনা সভা,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুর্শিদাবাদ হাওড়া ও ২৪ পরগনায় পতাকা উত্তোলন, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা গঠিত মৎস্যজীবী ফোরামের ও মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডর ইউনিয়ন বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করেন।অচিন্ত প্রামানিক শ্রীকান্ত দাস প্রমুখ ২০ বছরের অধিক সময় মৎস্যজীবী দের অধিকার আন্দোলনের সাথে যুক্ত ব্যাক্ত দের সম্মাননা দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে ও ঝাড়গ্রামের নয়াগ্রাম পূর্ব মেদিনীপুর পটাশ পুর সহ সবং এর সুন্দরপুর,কেশিয়াড়ীর  মধুবন, আমিলাসাই গ্রামে মৎস্যজীবী রা পতাকা উত্তোলন, মৎস্যজীবী দের অধিকার রক্ষা সামাজিক সুরক্ষা যোজন য় মৎস্যজীবী অধিকার নিয়ে আলোচনা ও পরিচয়পত্র প্রদান করা হয়।

RELATED ARTICLES

Most Popular