Homeএখন খবরদেশের বৃহত্তম কাপড়ের বাজারে আগুন, ১০০ কোটির ক্ষতির আশংকা, ঘটনাস্থলে ৭০টি ইঞ্জিন

দেশের বৃহত্তম কাপড়ের বাজারে আগুন, ১০০ কোটির ক্ষতির আশংকা, ঘটনাস্থলে ৭০টি ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা: দেশের বৃহত্তম বস্ত্র বাজারে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই অন্তত ১০০কোটি টাকার ক্ষতি হয়ে গেছে বলে আশংকা করছেন বস্ত্র ব্যবসায়ীরা। খোদ প্রধানমন্ত্রী আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের সুরাটের বস্ত্র বাজারে বিধ্বংসী আগুনের ঘটনায় প্রশ্ন উঠেছে বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকলের ৭০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় সাহায্যে আগুন নিয়ন্ত্রণে। মঙ্গলবার ভোরে সুরাটের রঘুবীর মার্কেটের একটি বহুতল থেকে আগুন এবং ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের ৪০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা। ডেকে নেওয়া হয় পার্শ্ববর্তী এলাকার দমকল বিভাগকেও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গুজরাটের সুরাট দেশের বস্ত্রশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। রঘুবীর মার্কেট সেখানকার একটি নামী টেক্সটাইল হাব। তারই একটি বহুতলের ১০ তলায় আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তখন ভোর, ঘুমও ভাঙেনি সকলের। লেলিহান অগ্নিশিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন। প্রথমে দমকলের ৪০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পাশের শিল্পাঞ্চল হাজিরা এলাকার দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। সেখান থেকে আরও কয়েকটি ইঞ্জিন রঘুবীর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে অবশ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে কোটি কোটি টাকার জামাকাপড়, কাঁচামাল। কী কারণে আগুন লেগেছে, তা এখনও অজানা দমকল আধিকারিকদের কাছে। একেবারে ভোররাতে ঘটনা ঘটেছে বলে সেখানে কেউ না থাকায় হতাহতের খবর নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সপ্তাহের প্রথমার্ধ্বেই এমন দুর্ঘটনার খবর পেয়ে মাথায় হাত রঘুবীর মার্কেটের ব্যবসায়ীদের। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে তাঁদের অনুমান, বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। একশ কোটি টাকার কাছাকাছি সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে কাপড় এবং কাপড় তৈরির সরঞ্জাম। কীভাবে ফের সব গুছিয়ে নেবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না ব্যবসায়ীরা। শুরু হয়েছে তদন্ত। রঘুবীর মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা সেখানকার বস্ত্রশিল্পে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির এই হিসাব প্রাথমিক অনুমান মাত্র। আসল হিসাব হয়ত তাকেও ছাড়িয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular