হেলে দুলে চলছেন মহারাজ |
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম, বাঁকুড়ার পর বাঘমামা কি এখন হুগলি সফরের পথে? সোমবার হুগলির কোন্নগরের জমিতে সন্দেহভাজন বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক তো ছিলই তার সঙ্গে যুক্ত হয়েছে একটি সিসিটিভিতে পাওয়া বাঘ জাতীয় প্রানীর রাজকীয় চালের ভিডিও পাওয়ায় আতঙ্ক তুঙ্গে উঠেছে। ঘটনা কোন্নগর ষ্টেশনের কাছে কানাইপুরে । স্থানীয় একটি স্টিলের সামগ্রী তৈরির কারখানার সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে সেই জন্তুর ভিডিও। সেটিকে বাঘ বলে দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। আর এটা শোনার পর থেকে আরও আতঙ্কিত এলাকার মানুষজন। জানা যাচ্ছে, সন্ধ্যা নামতেই ঘর বন্দি হয়েছেন এলাকার মানুষ। খুব একটা দরকার না পড়লে রাস্তায় বের হচ্ছেন না কেউই।
গ্রামবাসীদের তরফে খবর দেওয়া হয় বন দফতরকে। যদিও সেটি বাঘ কিনা সেই বিষয়ে বনদফতরের তরফে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি। গোটা বিষয়টির উপর নজর রেখেছে বনদফতরের আধিকারিকরা। সোমবার সকালে গ্রামের একটি চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঐ ছাপ ঘিরেই বাঘের আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। আবার অনেকে বাঘের গর্জন শুনেছেন বলেও দাবি করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই গুঞ্জনের মধ্যেই আচমকা ঐ কারখানার সিসিটিভি ফুটেজ সামনে আসে। ফুটেজে দেখা যায় কারখানার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চিতাবাঘের মত দেখতে একটি জন্তু। যা নিয়ে এদিন সকাল থেকেই শিহরিত কানাইপুর গ্রামের বাসিন্দাদের।যদিও গ্রামবাসিদের দাবি মানতে নারাজ বন্যপ্রাণ পর্ষদের সদস্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁদের দাবি সিসিটিভি ফুটেজে দেখা ঐ জন্তুটি বাঘ নয়। অজানা ঐ জন্তুটিকে ফিসিং ক্যাট বলে দাবি জানিয়েছেন পর্ষদের সদস্যরা।এদিকে সকাল থেকে লাঠি হাতে স্থানীয় জঙ্গলে বাঘ খুঁজতে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। শুধু তাই নয়, জঙ্গলের ভিতরে একটি গরুর দেহাংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাতেই বাঘের আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও, কোন্নগরের বাঘ আতঙ্কের খবর বনদফতরের আধিকারিকদের কাছে পৌঁছাতেই দ্রুত সেখানে উপস্থিত হন বন্যপ্রাণ পর্ষদের সদস্যরা। ঘিরে ফেলা হয়েছে গোটা জঙ্গল। যাতে কোনও ভাবেই না প্রানীটি উত্তেজিত মানু্ষের কবলে পড়ে আহত বা নিহত হয়।