ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণের জেরে বর্তমান শিক্ষাবর্ষে কেন্দ্র-রাজ্যের তরফে প্রত্যেক ছাত্রছাত্রীকে পরের শ্রেনীতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী নবম ও দ্বাদশ শ্রেণীর অনুত্তীর্ণ পরিক্ষার্থীদের ফের বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়। যে সমস্ত শিক্ষার্থী নবম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইতিমধ্যেই উত্তীর্ণ হতে পারেনি তাদের প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে যাতে অন্তত নূন্যতম নম্বর পেয়ে পরের শ্রেনীতে উত্তীর্ণ হতে পারে সে কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এবিষয়ে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফে সুপারিশ করা হয়েছিল। সুপারিশে বলা হয়েছিল, বর্তমান শিক্ষাবর্ষে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সমস্ত ব্যর্থ শিক্ষার্থীকে অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। এর ভিত্তিতেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেভি-র পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা নবম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেনি, তাদের বিষয় ভিত্তিক প্রজেক্টের ভিত্তিতে পাশের জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে।
এবিষয়ে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান, সিবিএসই-র সুপারিশের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতির জেরে যেখানে বোর্ডের তরফে সমস্ত পরীক্ষার্থীদের এবছর পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেখানে কিভাবে নবম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশ না করানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ সে বিষয়ে অনুত্তীর্ণ পরিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে নানান প্রশ্ন আসছিল কেভি কর্তৃপক্ষের কাছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি নবম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা।